E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

২০২২ এপ্রিল ১৪ ১৭:১১:১১
সালথায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় রাস্তা কাটা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দীন ও উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মো. কামাল হোসেনের বাড়ি একই গ্রামে। তারা গ্রাম্য দলে একে অপরের প্রতিপক্ষ। এলাকার প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধও চলছে। কয়েক মাস আগে নওপাড়া গ্রামের মধ্যদিয়ে একটি রাস্তা কাটার উদ্যোগ নেয় কামাল। কিন্তু গিয়াসের সমর্থকরা তাদের জমির ভিতর দিয়ে ওই রাস্তা কাটতে বাধা দেয়। একপর্যায় রাস্তা কাটা বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরধরে বুধবার বিকালে গিয়াস ও কামালের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় গ্রুপের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের নেতারা একে অপরের উপর দোষ চাপিয়ে বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, গ্রামে রাস্তা কাটা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে আমার লোকজনের বিরোধ চলছিল। বুধবার বিকালে কামালের সমর্থকরা আমার বাড়ির উপর এসে আমার সমর্থক ইলিয়াস শেখকে পিটিয়ে আহত করে। পরে আমার সমর্থকরা প্রতিবাদ করলে সংঘর্ষ বেধে য়ায়। সংঘর্ষে ইলিয়াস শেখ, শহিদুল শেখ, মেহেদী শেখ, ইব্রাহিম মোল্যা, নাসির মোল্যা, রিপন মাতুব্বর ও আমিনুর মাতুব্বরসহ আমার অন্তত ১৫ সমর্থক আহত হয়।

এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. কামাল হোসেন বলেন, রাস্তা কাটাসহ গ্রাম্য দলাদলি নিয়ে প্রতিপক্ষের সাথে আমাদের অনেক দিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকালে আমার সমর্থক আহাদ মাতুব্বর, হেমায়েত মাতুব্বর, ইউসুফ মোল্যা ও দেলোয়ার মোল্যা স্থানীয় কাগদী বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে ফেরার পথে গিয়াসের বাড়ির সামনে থেকে তাদের উপর হামলা চালায় গিয়াসের সমর্থকরা। এ সময় তারা রড ও হাতুরী দিয়ে আমার সমর্থকদের পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আমার অন্তত ১৫ সমর্থক আহত হয়েছে।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।

(এন/এসপি/এপ্রিল ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test