E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউনাইটেড সিড ঢাকার আয়োজনে গোয়ালন্দে মাঠ দিবস পালিত

২০২২ এপ্রিল ১৪ ১৯:১৫:৩১
ইউনাইটেড সিড ঢাকার আয়োজনে গোয়ালন্দে মাঠ দিবস পালিত

এম এ হীরা, গোয়ালন্দ : ইউনাইটেড সিড সাভার ঢাকার আয়োজনে রাজবাড়ীর গোয়ালন্দে মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) উপজেলার উজানচর ইউনিয়নের মাইজদ্দিন মোল্লার পাড়ায় দিবসটি পালন করা হয়।

ইউনাইটেড সীড সাভার ঢাকার মার্কেটিং অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার মিয়া উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোয়ালন্দ উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনিয়া আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা গোয়ালন্দ , আদ-দ্বীন কৃষি ভান্ডার এর পরিবেশক হুমায়ূন আহমেদ প্রমুখ।

মাঠ দিবস অনুষ্ঠানে বলা হয়- হাইব্রিড পেয়াজ রঙ্গিলা-৭ সবচেয়ে ফলন বেশি, প্রতি বিঘায় ফলন ১৫০-১৭০ মন, দেশি পেঁয়াজের মতো ঝাঁজ ও স্বাদ। রঙ্গিলা প্রতি পেয়াজের গড় ওজন ১৫০ গ্রাম।

প্রতি বিঘায় ফলন ১০০-১২০ মণ, দেখতে দেশি পেঁয়াজের মতো সারাবছর ধরে মজুদ রাখা যায়, প্রতিটি গাছে শতকারা শতভাগ সমপরিমান পেঁয়াজ হয়। ক্রসএস পেয়াজের গড় ওজন ৮০ গ্রাম। ইউনাইটেড সিডের এর জাত কৃষকরা চাষ করলে লাভবান হবেন এবং দেশের মসলার চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে কৃষি কর্মকর্তার মনে করেন।যে সকল কৃষক এই হাইব্রিড পিয়াজ ম রোপণ করেছিলেন তাদেরকে পুরস্কার দেয়া হয়।

(এইচ/এসপি/এপ্রিল ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test