E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি

২০২২ এপ্রিল ১৫ ১৩:৫১:২৩
দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়া উপ মহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের  জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়েছে, এবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে ৮লাখ মুসল্লি নামাজ আদায়রে ব্যবস্থা থাকবে।

দিনাজপুর জেলা প্রশাসক প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ববৃহৎ ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা দিনাজপুর সদর আসনের এমপি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এ সময় হুইপ ইকবালুর রহিম বলেন, শোলাকিয়ার চেয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান আয়তনের দিকদিয়ে চারগুণ বড়। আয়তনে ২২ একর গোর-এ-শহীদ বড় ময়দান। করোনার কারণে গত দুই বছর জামাত বন্ধ থাকলেও এর আগের ঈদ জামাতগুলোতে এক সাথে ৫ থেকে ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছে। এবার আরো অনেক বেশি মুসল্লি নামাজ আদায় করবে বলে আশা করা যাচ্ছে। তবে, এক সাথে আট লাখ মানুষের জামাত আদায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ জন্যে পর্যাপ্ত আইন শৃংখলার বাহিনী প্রস্তুত রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শরফুিল ইসলাম, অতরক্তিি পুলশি সুপার আসলাম উদ্দিন,সিলিল সার্জন ডা. এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, বিজিবি মেজর এসএম জসিম উদ্দিন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদিন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে হুইপ ইকবালুর রহিম এমপি এশিয়া উপ মহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত এর স্থান গোর-এ-শহীদ বড় ময়দান পরিদর্শন করেন।

(এসএএস/এএস/এপ্রিল ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test