E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চিৎমরম মারমা সম্প্রদায়ের সাংগ্রাঁই জলকেলি উৎসব সম্পন্ন 

২০২২ এপ্রিল ১৫ ১৮:৪৯:০৩
চিৎমরম মারমা সম্প্রদায়ের সাংগ্রাঁই জলকেলি উৎসব সম্পন্ন 

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে  সাংগ্রাই  উপলক্ষে  ১৫ এপ্রিল (বাংলা ২ বৈশাখ) অনুষ্ঠিত হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সাংগ্রাই জলকেলি উৎসব। কাপ্তাই উপজেলা চিৎমরম সাংগ্রাঁই জল উৎসব উৎযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত জলকেলি মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং শিশু-কিশোররা তাদের ঐতিহ্যের পোশাক পরে মারমা গানের এবং জলবর্ষণের মাধ্যমে মারমা সম্প্রদায় পুরোনো বছরের দুঃখ-গ্লানি, ব্যর্থতা মুছে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। এই জলকেলি অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। 

জল কেলি অনুষ্ঠানে নানান বয়সের কয়েক হাজার মানুষের উৎসবমুখর উপস্থিতি মাঠের মাঝখানে দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একদল তরুণ-তরুণী। সামনে রাখা ৪ টি নৌকা থেকে তাঁরা পরস্পরের দিকে পানি ছিটানো শুরু করেন। পানির বোতল কিংবা ওয়াটার গান—হাতের কাছে যা পেয়েছেন, তাই দিয়ে ভিজিয়েছেন একে অপরকে। তার পাশাপাশি মারমাদের ঐতিহ্য পোশাক থামি পরে সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।

এর আগে সাংগ্রাই জলকেলি উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ১৪ এপ্রিল সাংগ্রাঁই জলকেলি উৎসবে উদ্ধোধনে'র মাধ্যমে তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায় সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ বাদ দিয়ে মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এইখানে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষ বিদায়কে ঘিরে বিহার সংলগ্ন ও স্থানীয়দের সহযোগিতায় মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জলকেলি উৎসব।মারমা সম্প্রদায়ের জনগোষ্ঠীরদের মধ্যে এক আনন্দের জোয়ার বয়ে চলেছে। এই দিনে মারমা যুবক-যুবতিরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের সুখ-দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করেন।

এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে বৌদ্ধ ধর্মের দায়ক দায়িকারা বৌদ্ধ পুজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানো সহ সামাজিক রীতিনীতিতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়েছেন। জলকেলি ছাড়াও এইদিনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।

এতে জলকেলি অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহম্মেদ অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ান ৪১ বিজিবি ওয়াগ্গা জোন,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য থোয়াই চিংমং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদে চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান, চন্দ্রঘোনা থানা ওসি ইকবাল বাহার চৌধুরীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

(আরএম/এসপি/এপ্রিল ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test