E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাকের পার্টি সংঘর্ষ-মারামারি পছন্দ করে না : জাদু মিয়া 

২০২২ এপ্রিল ১৫ ১৯:১৫:২৯
জাকের পার্টি সংঘর্ষ-মারামারি পছন্দ করে না : জাদু মিয়া 

আবু নাসের হুসাইন, সালথা : বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মিশন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। 

আজ শুক্রবার বিকালে সালথা সদরের কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিশন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।

এসময় উপস্থিত জাকের পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের দিক-নির্দেশনায় সারাদেশে জাকের পার্টি আজ সুসংগঠিত।

তিনি বলেন, জাকের পার্টি সংঘর্ষ-মারামারী ও ভাংচুর পছন্দ করে না। যারা জাকের পার্টি করে, তারা কখনও ঢাল-সড়কী হাতে নেয় না। জাকের পার্টির নেতাকর্মীরা সব সময় মানুষের কল্যাণে কাজ করেন।

তিনি এসময় সালথাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা গ্রাম্য মাতুব্বরদের কথায় সহিংসতায় জড়াবেন না। আপনারা সংঘর্ষ-ভাংচুর পরিহার করে সুন্দর জীবন যাপন করুন।

সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সহসভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, জেলা ছাত্রফ্রন্ট নেতা সোহেল তানভির, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল প্রমূখ।

বক্তব্য শেষে মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন ও মাওলানা মোঃ আরিফ হোসেন।

(এন/এসপি/এপ্রিল ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test