E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

২০২২ এপ্রিল ১৬ ১৭:৪৬:৪২
কেশবপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আলি হাসান মিন্টুকে মারপিট করে আহত করেছে। এ সময় ভাংচুর করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে কেশবপুর থানায় মামলা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ২ যুবককে আটক করে আদালতে সোপর্দ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আলি হাসান মিন্টুর কলাগাছি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা মিন্টুর ব্যবসায়ী প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজের মালামাল, মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন ভাংচুর করে গুড়িয়ে দেয়। এ সময় মিন্টু ও তার ছেলে রনি দুর্বৃত্তদের বাধা দিলে তাদেরকে মারপিট করে আহত করে। দুর্বৃত্তরা হামলার সময় ওই প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আহত ব্যবসায়ী মিন্টুকে মারপিট করে আহত করলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু বাক্কার বলেন, থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুফলাকাটি ইউনিয়নের আড়–য়া গ্রামের মুরাদ হোসেন (১৯) ও হাবিবুর রহমান (৩৬) নামে দুই যুবককে আটক করেছে। আটককৃত দুই যুবককে আদালতে সোপর্দ করা হয়।

(এসএ/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test