E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ২০ লাখ টাকার ক্ষতি

২০২২ এপ্রিল ১৬ ১৭:৫১:৪৮
কেশবপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ২০ লাখ টাকার ক্ষতি

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ মরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনা উল্লেখ করে শনিবার দুপুরে ওই মৎস্য ঘেরের মালিক উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ ১২ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের বিল গড়ালিয়ায় ঘের ব্যবসায়ী আবুল কালাম আজাদ কৃষকের কাছ থেকে প্রায় ৬০ বিঘা জমি হারি নিয়ে মাছ চাষ করে আসছে। ওই মাছের ঘেরের ডিড সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার কতিপয় ব্যক্তির সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা মাছের ঘেরের ক্ষয়ক্ষতি করার হুমকি দেয়। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মাছের ঘেরে ঢুকে পানিতে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করে। এতে মৎস্য ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ঘের ব্যবসায়ী আবুল কালাম আজাদ উপজেলার রাজনগর বাঁকাবর্শী গ্রামের আবু হানিফ শাহিন (৩৫), শহিদ মোড়ল (৪০), রেজাউল ইসলাম (৫৫), খন্দকার ইনতাজ আলী (৪৩), সোহরাব হোসেন (৫০), মনিরুজ্জামান মোড়ল (৪৫), মজনু মোড়ল (৫০), রুস্তম আলী (৪৫), খালিদ হাসান (৩০), রিপন হোসেন (৩২), আব্বাস মোল্যা (৪৫), মামুন হোসেনের (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে আবু হানিফ শাহিন বলেন, মৎস্য ঘেরে পানি কম থাকায় প্রচন্ড গরমে মাছ মারা যেতে পারে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি সঠিক নয়।

এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু বাক্কার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসএ/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test