E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে নির্মল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বর্ষবরণ উৎসব

২০২২ এপ্রিল ১৬ ১৮:০৯:০৯
বালিয়াকান্দিতে নির্মল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে বর্ষবরণ উৎসব

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : "এসো হে বৈশাখ এসো এসো" কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান যেন মনে করিয়ে দেয় বাংলা শুভ নববর্ষের কথা। সমস্ত বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা শুভ নববর্ষ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী চলমান উৎসবের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছর (১৪২৯ বঙ্গাব্দ) রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্মল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষবরণ উৎসব।

বালিয়াকান্দির প্রাণকেন্দ্রে অবস্থিত নির্মল সাংস্কৃতিক একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে ২রা বৈশাখ (১৫এপ্রিল) শুক্রবার অনুষ্ঠিত বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করে একাডেমির শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও শুভানুধ্যায়ী শিল্পানুরাগী ব্যাক্তিবর্গ।

নির্মল সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক উত্তম কুমার গোস্বামীর সার্বিক ব্যবস্থাপনায় অত্র একাডেমির শিক্ষার্থী রক্তিম দের সঞ্চালনায় সকাল ১০.৩০ টায় শুরু হয়ে নামাযের বিরতি সহ দিনব্যাপী অনুষ্ঠিত বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন-কবি সুজয় কুমার পাল, অপূর্ব মন্ডল, প্রহ্লাদ সরকার, কৃষ্ণ সুত্রধর, অসীম সরকার গোবিন্দ সরকার, সাম্য রায়, মিতা সরকার, সৈকত ভৌমিক ও উত্তম কুমার গোস্বামী। সংগীতের মাঝে মাঝে নৃত্য পরিবেশনায় ছিলএকাডেমির শিক্ষার্থী অঙ্কিতা বিশ্বাস, সম্প্রীতি ঘোষ সন্ধি ও ভাগ্যশ্রী সাহা।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্র শিল্পী হিসেবে সহযোগিতা করেন, অপূর্ব মন্ডল, মনোজিৎ সরকার, উত্তম কুমার দাস, মিটুল কর্মকার, শ্যামল ভৌমিক, নরোত্তম মন্ডল, নিউটন রায়। অনুষ্ঠান শেষে একাডেমির পক্ষ থেকে অংশ গ্রহণকারীদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

(এমজি/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test