E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোশারফ বিহীন ফরিদপুর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

২০২২ এপ্রিল ১৬ ১৯:১৭:০১
মোশারফ বিহীন ফরিদপুর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ফরিদপুর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ শনিবার দুপুর ২ টায় শহরের রাইফেলস ইন শুরু হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, শাহাবুদ্দিন ফরাজি।ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি শামীম হক ও এ.কে. আজাদ, সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ।

ফরিদপুরে ইতোপূর্বে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। রিপোর্ট লেখার সময় সভা চলছিলো।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২মে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দলটির এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। বর্ধিত সভাকে ঘিরে সভাস্থলের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে ফরিদপুরের সদর আসনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলার আওযামী রাজনীতির একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। এখনও তিনি সদর আসনের তিনবারের নির্বাচিত এমপি। তবে তাকে ছাড়াই অনুষ্ঠিত হলো এ সভা।

নিজ দলের প্রতিপক্ষদের কোনঠাসা রেখে দীর্ঘ প্রায় ১১ বছরেরও বেশি সময় তিনি আওয়ামী লীগের রাজনীতি পরিচালনা করে আসলেও ২০২০ সালের জুনে শুদ্ধি অভিযানেরা পর থেকেই এলাকায় নেই মোশাররফ হোসেন। এরই মধ্যে সিআইডির তদন্ত শেষে দুই হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে মোশাররফের একডজন অনুসারীকে গ্রেফতার করে পুলিশ। এতে মোশাররফের প্রভাব বলয় তছনছ হয়ে যায়।

কার্যত ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতিতে এখন খন্দকার মোশাররফ আমলের অবসান ঘটেছে। এখন নতুন করে কারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সেটি দেখার অপেক্ষায় রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

এরই মধ্যে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দুই প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ ও আব্দুর রহমানের অনুসারী হয়ে দুই পক্ষে বিভাজনের মুখে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে কাজী জাফরুল্লাহর নাম পোস্টার ও ব্যানারে দেখা গেলেও শেষ মুহুর্তে এসে তিনি বর্ধিত সভায় উপস্থিত হতে পারেননি।

(ডিসি/এসপি/এপ্রিল ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test