E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিরুপায় প্রশাসন 

ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত ‘ভৈরব শহর’

২০২২ এপ্রিল ১৭ ১৮:০১:৪৮
ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত ‘ভৈরব শহর’

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরব শহর ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ছিনতাইকারীরা ইচ্ছেমতো যেখানে সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অনেক সাধারণ মানুষ ঘটনায় শিকার হয়েও পুলিশি ঝামেলার ভয়ে থানায় অভিযোগ দেয় না। অপরদিকে অভিযোগ দিলেও একাধিক ছিনতাইকারী আটক করলেও ঘটনায় জড়িত কোন ছিনতাইকারীকে সনাক্ত করতে পারে না। ঈদ আসলে ভৈরবে ছিনতাইকারীরা আরো বেপরোয়া হয়ে যায়। ভৈরব থানা পুলিশ দিনরাত পরিশ্রম করলেও তাতে কোন কাজ হচ্ছে না। ঈদ আসলে ভৈরব থানা পুলিশের নজরদারী বেশী থাকলেও অপরদিকে ছিনতাই হচ্ছে দেদারচ্ছে বলে স্বীকার করেন ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত)। 

ভৈরবে একই দিনে পৃথকস্থানের ছিনতাইয়ের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের চিহ্নিত ছিনতাই এলাকা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ইব্রাহিম খলিল নামে এক চাকুরীজীবীকে ছুরিকাঘাত করে আহত করে ছিনতাইকারী দল। ইব্রাহিম খলিল পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার স্যামসাং শোরুমের চাকুরী করে।

অপরদিকে একইদিন দিবাগত রাত ৩টায় উপজেলার গজারিয়া ও মিরারচর এলাকার শহিদুল্লাহ কায়সার কলেজ পাড়ার রাস্তার পাশে স্বপন মিয়া (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত স্বপন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মৃত নায়েব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টায় বিভার্টেক চালক স্বপন মিয়া তার বিভার্টেক নিয়ে গজারিয়া হয়ে মিরারচর দিয়ে আসার পথে তিনজন ছিনতাইকারী বিভার্টেক গতিরোধ করে বিভার্টেক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে। এ সময় স্বপন মিয়ার চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে ৩ জন ছিনতাইকারী তিনদিক দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই স্বপন মিয়া মারা যায়। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

অপরদিকে ইব্রাহিম খলিল ঢাকা থেকে ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশন জংশনে আসার পর একটি অটোরিকশায় উঠলে সাথে একজন যাত্রী বেশে ছিনতাইকারী তার পাশে রিকশায় উঠে। রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে পৌর কবরস্থানের সামনে গেলে যাত্রীবেশী ছিনতাইকারী ইব্রাহিম খলিল এর উপর ছিনতাইয়ের উদ্দেশ্যে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে। এ সময় তার কাছ থেকে কিছু নিতে না পারলেও তার কানে, হাতে, মাথায় ও গলায় ছুরিকাঘাত করে রিকশা থেকে ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলে দেয়। এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ দিলেও কাগজে কলমে কোন অভিযোগ দেয়নি বলে পরিবার জানায়।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা (পিপিএম) জানান, পুলিশ খবর পেয়ে নিহত স্বপন মিয়াকে উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে ২ জোর জুতা, একটি চশমা ও একটি রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বপন মিয়ার কাছ থেকে বিভার্টেক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। তাকে থানায় উদ্ধার করে এনে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ইব্রাহিম খলিল নামে এক ব্যক্তির উপর ছিনতাইকারীর ছুরিকাঘাতের ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দোষীদের খুঁজতে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ। খুব দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভৈরব থানা পুলিশ, র‌্যাব, রেলওয়ে পুলিশ, নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট কমিটির সকলকে নিয়ে ভৈরবের মানুষের নিরাপত্তার সভা হয়েছে। ভৈরবে একই দিনে একজন নিহত ও একজন আহতের ঘটনাটি আমরা খুব মর্মাহত। তবে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। আইন শৃঙ্খলা কমিটির এ বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করবে।

(এমে/এসপি/এপ্রিল ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test