E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে স্পার বাঁধের ১৫০ মিটার এলাকায় ধস

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১০:৩৫:৫৫
সিরাজগঞ্জে স্পার বাঁধের ১৫০ মিটার এলাকায় ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সলিড স্পার বাঁধের ১৫০ মিটার এলাকা নতুন করে ধসে গেছে।

চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান শনিবার ধসে যাওয়া স্থান পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, খাজা এনায়েতপুরী (রহ.)-এর মাজার ও অসংখ্য তাঁত কারখানা যমুনার ভাঙন থেকে রক্ষায় এ সলিড স্পার নির্মাণ করা হয় ২০০১ সালে।

গত কয়েক দিনে যমুনায় পানি আবারও কিছুটা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতি ও শুক্রবার রাতে নদীতে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে বাঁধের দক্ষিণ পাশের মাটির শ্যাংকে ধস নামে। এ কারণে মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মাজার শরীফসহ শত শত তাঁত কারখানা হুমকির মুখে পড়েছে।

ধস ঠেকাতে হাসপাতালের নিজস্ব অর্থায়নে বালুভর্তি ৬০ হাজার জিওটেক্স ব্যাগ ফেলা হয়েছে বলে হাসপাতালে নিয়োজিত কর্মকর্তা হাসমত আলী জানান।

জলবায়ু মোকাবিলা প্রকল্পের আওতায় বাঁধ সংস্কার কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ধসের বিস্তৃতি ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। শুস্ক মৌসুমে বাঁধের কাজ রিফিল করা হবে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই সলিড স্পারের শ্যাংকে বার বার ধস নামছে। শুষ্ক মৌসুমে পাউবোর কাজ রিফিলের কথা বললেও সে পর্যন্ত শ্যাংকের অস্তিত্ব টিকবে কিনা তা নিয়েও জনমনে যথেষ্ট সংশয় রয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test