E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্লাপাড়ায় মা,মেয়ে এসিড সন্ত্রাসের শিকার

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১২:০৯:০৪
উল্লাপাড়ায় মা,মেয়ে এসিড সন্ত্রাসের শিকার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মা ও মেয়ে এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। আহতরা হলো বালসাবাড়ি গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হনুফা খাতুন (৩৮) ও তার মেয়ে বেলী খাতুন (১২)। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে উপজেলার বালসাবাড়ি গ্রামে

বেলাল হোসেন জানান, জমি নিয়ে প্রায় ২০ বছর যাবত একই গ্রামের সাকাওয়াতের সাথে তার দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে গ্রামে একাধিকবার দরবার, শালিসও হয়। সম্প্রতি সাকাওয়াতের লোকজন হামলা চালিয়ে বেলালের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালায়।
শনিবার মধ্য রাত ২টার দিকে সাকাওয়াতের সহযোগী মুন্নাফ মোল্লা ও কেরামত বেলালের ভাঙ্গা ঘরের বেড়া দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে বেলালের স্ত্রী হনুফার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এ ঘটনায় তার কন্যা বেলীও সামান্য আহত হয়।
আহত দুজনকে সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হনুফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।


(এসএস /এসসি/সেপ্টেম্বর২৮,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test