E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হয়ে বিজয়ী সদস্যকে পিটিয়ে হত্যা

২০২২ এপ্রিল ২০ ১৭:১৫:৩৯
স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হয়ে বিজয়ী সদস্যকে পিটিয়ে হত্যা

মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠি সদরের কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দু'পক্ষের হামলায় শাহ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত মো: শাহ আলম হাওলাদার স্কুলটির ম্যনেজিং কমিটির নির্বাচনে গত সোমবার ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তিনি একই ইউনিয়নের স্থান সিংহপুর গ্রামের প্রয়াত খালেক হাওলাদারের ছেলে। নির্বাচনে জয়ের পরেরদিন মঙ্গলবার রাতে গ্রামের বাড়ির কাছে শাহ আলম ও ছেলে রাকিব একই এলাকার নির্বাচনী প্রতিপক্ষের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন। পরে আহত অবস্থায় বাবা ও ছেলেকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রাকিব অভিযোগ করে বলেন, একই বাড়ির চাচা সম্পর্কের মামুন, নিলু ও হিরু কদিন আগে থেকেই তাদের ওপর মানুষিক চাপ সৃষ্টি করে। নির্বাচনে হেরে পরদিন সন্ধ্যায় বাড়ির কাছে মহড়া দেয়। রাতে মামুন, নিলু ও হিরুর নির্দেশে একই এলাকার ফয়সাল, রাসেল ও রানা সহ আরও কয়েকজন তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় রাকিবের ওপর হামালা চালায়। কাছাকাছি দোকান থেকে ছুটে এসে বাবা শাহ আলম ছেলেকে বাঁচাতে আসলে হামলাকারীরা শাহ আলমকে মারধর করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে শাহ আলম মারা যান।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কান্তি সুতর জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোটে শাহ আলম নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু নির্বাচনী সহিংসতা বলে মনে হচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এস.কে বড়াল জানান, শাহ আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর কারণ ময়ণা তদন্তের আগে আনুমান করা যাচ্ছেনা।

ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, মরদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

(এম/এসপি/এপ্রিল ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test