E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে বণ্য হাতির আক্রমণে এক নারীর মর্মান্তিক মৃত্যু

২০২২ এপ্রিল ২১ ১৪:০৬:৪১
কাপ্তাইয়ে বণ্য হাতির আক্রমণে এক নারীর মর্মান্তিক মৃত্যু

রিপন মারমা, রাঙামাটি : কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমনে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত (২০ বুধবার) রাতে  সাড়ে নয়টা সময় এ ঘটনা ঘটে।

এ কথা জানান বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

এদিকে অজ্ঞাত মহিলা হাতির আক্রমনে নিহত হওয়ার সংবাদ পাওয়া সাথে সাথে রাত ঘটনাস্থলে যান কাপ্তাই ফাঁড়ির পুলিশ সদস্য এবং বন বিভাগের কর্মীরা। এইসময় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মহিলার মরদেহটি উদ্ধার করে কাপ্তাই লগগেইটে নিয়ে আসে।

পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, কাপ্তাই নৌ বাহিনী সড়কের আশেপাশে এলাকায় সন্ধ্যার পর বন্য হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নিয়ে থাকে।

জীপতলী সংযোগ সড়কের ৭ আর ই ব্যাটালিয়নের ট্রি জংশন পোস্ট হতে জীবতলীর দিকে মাউচ্ছাঘোনা নামক স্থানে রাস্তার পার্শ্ববর্তী এলাকায় মানসিক ভারসাম্যহীন এই মহিলা এ সময় হাতির সামনে পড়লে হাতি তাকে আক্রমন করলে ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়।

যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন মহিলার মরদেহ, তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে নিহত মহিলার জানাজার ব্যবস্থা করার পর মরদেহটি দাফন করা হবে।

(আরএম/এএস/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test