E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে ৬ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

২০২২ এপ্রিল ২১ ১৯:০২:৪৮
কেশবপুরে ৬ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপ্ত

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে আজ বৃহস্পতিবার ফসলের বন্ধু পোকা সংরক্ষণে এবং পোকা দমনে সবুজ প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলার ৩৫ জন কৃষককে নিয়ে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৬ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সায়েদ মো. মনজুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন।

খুলনা শহরে এডমিনিস্ট্রেটিভ কনভেশন সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে কৃষকদের প্রশিক্ষণের সনদ, গাছের চারাসহ বিভিন্ন উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

(এসএ/এসপি/এপ্রিল ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test