E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে তুচ্ছ ঘটনায় ওষুধের দোকান ভাঙচুর লুটপাট  

২০২২ এপ্রিল ২২ ১৭:২০:০১
রাজারহাটে তুচ্ছ ঘটনায় ওষুধের দোকান ভাঙচুর লুটপাট  

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি ওষুধের দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২১এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজারের আর এস ফার্মেসীতে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওইদিন রাতে ওই ফার্মেসীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে আইয়ুব আলী নামের একব্যক্তির খোঁজ-খবর করে। ওই দোকানের মালিক কল্যান কুমার রায়(৩০) কোন আইয়ুবকে খুঁজছেন বলে ডাইল আইয়ুব এখানে আসে নাই বলে জানান। ওই ব্যক্তি পরে আইয়ুব আলীর সাথে দেখা করে ডাল আইয়ুবের বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে আইয়ুব আলী ও তার লোকজন ওষুধের দোকানে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ ৫০হাজার টাকা লুট করে নিয়ে যায়। ভাংচুর ও লুটপাটের শব্দ শুনে বাজারের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা সটকে পড়ে। আইয়ুব আলী (৪৩) ওই এলাকার ছত্রজিৎ গ্রামের বাসিন্দা। তাকে এলাকায় ডাইল আইয়ুব হিসেবে মানুষ বেশী জানে বলে এলাকাবাসীরা জানান।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিকভাবে আমাদের পুলিশ ঘটনাস্থলে দেখে এসেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(পিএস/এসপি/এপ্রিল ২২, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test