E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ২১৫ গৃহহীন পরিবার 

২০২২ এপ্রিল ২৪ ১৭:৩৭:৪২
পাথরঘাটায় মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ২১৫ গৃহহীন পরিবার 

অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে উপজেলার ৩টি ইউনিয়নে মোট ২১৫ টি আধাপাকা ঘর পাচ্ছেন অসহায় ভূমিহীন পরিবারের সদস্যরা।

রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহি কর্মকর্তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের এ খবর জানানো হয়।

আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে এই ঘরগুলো বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করবেন বলে জানা গেছে। বরগুনার পাথরঘাটায় ভূমিহীনদের মাঝে বিতরণকৃত ঘরগুলোর মান ও প্রস্তুত সংক্রান্ত নানা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন পাথরঘাটা উপজেলা প্রশাসন।

এই সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে পাথরঘাটায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ২১৫টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের এই দৃষ্টিনন্দন ঘর।

এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় পাথরঘাটার ভূমিহীনরা পেয়েছিলেন আরও ৫৩টি ঘর। আগামীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝেও এমন সেমিপাকা ঘর বিতরণের পরিকল্পা রয়েছে আমাদের। উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাছাই করে উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে। প্রতিটি ঘর নিমার্ণ ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। বিদ্যুৎ সংযোগসহ আধাপাকা ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রানাঘর, ১টি টয়লেট, ছাউনিতে রঙ্গিন টিন ও ১টি ইউটিলিটিস্পস রয়েছে। প্রতি ১০টি পরিবারের জন্য থাকছে একটি টিউবয়েল। ঘরের বিদ্যুৎ সংযোগও ফ্রি।

উপকারভোগীদের সমহারে বন্টন করা হবে আশ্রয়ণ প্রকল্পের পুকুর চাষের মাছের অংশ। দেয়া হবে গবাদী পশুও। প্রত্যক উপকারভোগীর জন্য দুই শতাংশ কর জমি ও একটি ঘরের কাগজপত্র তৈরি সম্পন্ন করা হয়েছে।

আগামী (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলার উদ্বোধন করবেন। ওইদিনই সকল উপকারভোগীকে তাদের দলিলাদি সম্বলিত ফোল্ডার হস্তান্তর করা হবে। উপজেলার মুন্সিরহাট,হোগলাপাশা,হাতেমপুর,গাববাড়ীয়া,তাফালবাড়ীয়া ও হলতা নদীর পারে মোট ৩টি ইউনিয়নে ২১৫টি পরিবারসহ মাট ২১৫ পরিবারের মাঝে এই ঘর হস্তান্তর করা হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিক জাতীর বিবেক, সমাজের দর্পণ। আমি পাথরঘাটার সকল উন্নয়নমূলক কাজ আপনাদের সমন্বয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আপনাদের সহযোগীতা চাই বলেও তিনি আশা ব্যাক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ, প্রকল্প কর্মকর্তা মাকসুদুল আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক অমল তালুকদার এবং ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ সহ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ ও গোলাম মোস্তফা চৌধুরী সহ অন্যান্য গণমাধ্যমকর্মী গান।

(এটি/এসপি/এপ্রিল ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test