E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে পেশাদার ৫ ছিনতাইকারী গ্রেফতার

২০২২ এপ্রিল ২৫ ১৬:৪২:২৪
টঙ্গীতে পেশাদার ৫ ছিনতাইকারী গ্রেফতার

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পেশাদার ৫জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলোঃ ১. নানু মিয়া (৪৫), পিতা- মৃত আকবর মােল্লা, মাতা- নিলি, গ্রামঃ পাড় পাটোয়ারা মডেলিং বাজার সংলগ্ন, উপজেলা/থানাঃ শ্রীপুর, জেলাঃ মাগুরা ২. জয় (১৯), পিতা- সােহেল, মাতা- কহিনুর, গ্রামঃ হাজী মাজার বস্তি, উপজেলা/থানাঃ টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর ৩. বাবু বাবুর্চি (৪৮), পিতা- মৃত মােসলেম, মাতা- মৃত জমিলা খাতুন, গ্রামঃ হাজী মাজার বস্তি (ভাসমান), উপজেলা/থানাঃ টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর ৪. আব্দুল মামুন (৫১), পিতা- মৃত ইদ্রিস আলী, মাতা- মৃত সুফিয়া বেগম, গ্রামঃ বড় সাপমারা, চন্দপুর বাজার সংলগ্ন, উপজেলা/থানাঃ মেঘনা, জেলাঃ কুমিল্লা, বর্তমান গ্রামঃ ১০নং রােড, বাসা নং-২২, ব্লক নং-সি, উপজেলা/থানাঃ পল্লবী, ঢাকা মহানগর, ঢাকা ৫. শরীফ হােসেন (২২), পিতা- বাবুল মিয়া, মাতা- হালিমা বেগম ,গ্রামঃ হাজী মাজার বস্তি, উপজেলা/থানাঃ টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর , গাজীপুর।

এসআই মেহেদী হাসান জানান, নিয়মিত অভিযান চললেও পবিত্র রমজান ও আসন্ন ঈদকে ঘিরে আমাদের বাড়তি সতর্কতা রয়েছে। এরই ধারাবাহিকতায় রাত প্রায় ১১টা ১০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রােডে অবস্থানকালে গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, অত্র থানাধীন সড়ক ও জনপথ বিভাগের সামনের পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতিকারী ধারালাে অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। মােবাইল ফোনের মাধ্যমে আমাদের অফিসার ইনচার্জ শাহ আলম স্যারকে বিষয়টি অবহিত করি এবং সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্য দ্রুত রওনা হই। ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানাের সময় সঙ্গীয় ফোর্সদের সহযােগিতায় ৫জনকে আটক করি আর ঘটনাস্থলে অবস্থানকারী অন্যান্য ৬/৭ জন আসামীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব থানাসহ পাশ্ববর্তী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই ও ডাকাতি করে আসছে।

(জেজে/এসপি/এপ্রিল ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test