E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাইখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহ আলম এর মৃত্যুতে শোক স্মরণ সভা

২০২২ এপ্রিল ২৬ ১৩:৩৪:২১
রাইখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহ আলম এর মৃত্যুতে শোক স্মরণ সভা

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে ২নং রাইখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)  অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগের রাইখালী ইউনিয়ন পরিষদ কার্যলয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং জেলা (বিএনপি) সভাপতি মরহুম আলহাজ্ব শাহ আলম  মৃত্যুতে স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) ইফতার মাহফিলের অনুষ্ঠানে শাহাদাত হোসেন সঞ্চালনা, রাইখালী ইউনিয়ন (বিএনপি) সভাপতি হাসেম মেম্বার সভাপতিত্বের মাধ্যমে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোকমান আহমেদ।সেসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের মধ্যে অনেকেই নিজের বলয় তৈরি করার জন্য দলের ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে নেতৃত্বকে বাঁধাগ্রস্থ করতে চাচ্ছে অন্ধর মহল ব্যক্তিরা তাই বিএনপি ত্যাগি নেতারা এই কাপ্তাই উপজেলা বিএনপি দলে থাকতে তা কখনও মানা হবে না। জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি কখনও আপোষের রাজনীতি করেনি আর কখনে করবেও না। তাই সকল গ্রুপ, উপ-গ্রুপ ভুলে গিয়ে দলের এই দুঃসময়ে সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে হতে হবে।

সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হাসেম মেম্বার সভাপতিত্বের বক্তব্য বলেন, জেলা বিএনপি সভাপতি মরহুম আলহাজ্ব শাহ আলম দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা কখনো ভুলার নয়। তাই তার কর্মের মধ্যেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন সারা জীবন।

তিনি বেঁচে থাকলে দলের আরও অনেক উন্নতি হতো। তাই সকলে দোয়া করেন মরহুম আলহাজ্ব শাহ আলম ভাই যাতে পরপারে ভালো থাকেন।

আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. রহমত উল্লাহ, মোঃ ইয়াসিন, মো. স্বপন, উথোয়াই মং মারমা, মো. জসীম, জাহাঙ্গীর আলম, শের খান ইব্রাহিম হাবিব মিলু, সুমন মারমা, আবু হাসান রাকিব, কাপ্তাই উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক ডিস সামসু, অজিত তালুকদার, আলম,মনছুর,মাহবুব, দেলোয়ার,রহমতসহ কাপ্তাই উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/এপ্রিল ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test