E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির ২৪ অভিযোগ

২০২২ এপ্রিল ২৬ ১৮:৩৮:৫২
বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির ২৪ অভিযোগ

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার দায়ে দল থেকে আজীবনের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে দুর্নীতির ২৪টি অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন বলেন, সাময়িক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মন্ত্রণালয় থেকে দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। যতদুর জানা গেছে তদন্ত কমিটি সুনির্দিষ্ট ২৪টি অভিযোগের বিষয়ে তদন্ত করছে।

অভিযোগের মধ্যে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষিকী অনুষ্ঠানের ২ কোটি ১১ লাখ টাকা আত্মসাৎ, সিটি করপোরেশনের নামে কোনাবাড়ী প্রিমিয়ার ব্যাংকে তার একক নামে একাউন্ট করে পাঁচটি কোম্পানি থেকে হোল্ডিং ট্যাক্সের ২কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ, করোনাকালীন সময়ে নিয়মনীতি না মেনে ৫ কোটি ৭০ লাখ টাকার মালামাল ক্রয়, সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকায় প্রাক্কলিত মূল্য ৪০ কোটি টাকা এর মধ্যে ৩৮ কোটি টাকার কাজ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করারও সুনিদ্রিষ্ট অভিযোগ এছাড়াও রাস্তা প্রসস্থ করনের নামে জনসাধারণের ক্ষতি করা, ইজতেমার মাঠ সংষ্কারের নামে নানান ধরনের বিল ভাওচার দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তোলেন তিনি।

এদিকে গত শনিবার বিকেলে কানাইয়া তাঁর নিজ গ্রাামের লোকজন ও অনুগত কর্মীদের সাথে বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলম বিপরীত মূখি একটি বক্তব্য দেন। সেই বক্তব্যটি ফেসবুকে ভাইরাল হয়। এই বক্তব্যের ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি দাবি করছেন ষড়যন্ত্রমূলক সাময়িকভাবে তাঁর মেয়র পদ স্থগিত করা হয়েছে। গত ৬ মাসেও তদন্ত করে তার বিরুদ্ধে একটা লাউ, বাগুনও পায় নাই। পরে ওই দিনই জেলা শহরের গাজীপুর ক্লাব লিমিটেডের আয়োজনে এক ইফতার পার্টিতে জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

ওই পার্টিতে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার, উপ পুলিশ কমিশনারসহ মহানগর আওয়ামীলীগের কয়েক নেতা যোগ দেন এবং বক্তব্য রাখেন। বিষয়টি সামাজিক যোগা মাধ্যমে প্রচার হলে আওয়ামীলীগ এবং গণমাধ্যমে কর্মরত নেতাকর্মীদের মাঝে উত্তেজনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে কটুক্তি করায় ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে জাহাঙ্গীর আলমের কথোপকথনের ধারণ করা একটি ভিডিও গত আগস্টের শেষ সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক বৈঠক শেষে জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। প্যানেল মেয়র গঠন না করা সহ নানান অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

(এস/এসপি/এপ্রিল ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test