E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার সীমান্তে গবাদি পশুর বিট-করিডোর

২০১৪ সেপ্টেম্বর ২৮ ১৮:১৬:০৯
সাপাহার সীমান্তে গবাদি পশুর বিট-করিডোর

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্তের খঞ্জনপুর গবাদীপশুর বিট-করিডোর থেকে সরকার গত ৪ মাসে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব আয় করেছে। যা কাষ্টম করিডোরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট করিডোর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহার, পোরশা ও পত্নীতলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে আমদানীকৃত গবাদীপশুর শুল্ক করিডোরের মাধ্যমে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যে সাপাহার উপজেলার খঞ্জনপুর বিজিবি কোম্পানী সদরের অদুরে একটি অস্থায়ী গবাদীপশুর বিট-করিডোর স্থাপন করা হয়। বিট-করিডোরটির পরিচালনার ক্ষেত্রে শুরুর দিকে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। ফলে কড়া নজরদারী শুরু হয়।

এলাকার উন্নয়নের স্বার্থে এবং করিডোরের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে শাহাজান আলীকে সভাপতি ও গোপাল চন্দ্রকে সম্পাদক করে ৯ সদস্যের কার্যকরী কমিটিসহ মোট ৩৫ সদস্যের খঞ্জনপুর গবাদীপশুর বিট-করিডোরের পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই পরিচালনা কমিটি ইতোমধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সাপাহার খঞ্জনপুর গবাদীপশুর বিট-করিডোরের সকল কার্যক্রম পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করে আসছে।

বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ে নিয়োজিত কাষ্টম্স এক্সসাইজ ও ভ্যাট বিভাগ খঞ্জনপুর গবাদীপশুর বিট-করিডোরের পরিচালনা কমিটির সহযোগিতার কারনে তাদের ওপর অর্পিত দায়িত্ব অতি সহজে পালন করছে। বর্তমানে এই গবাদী পশুর বিট-করিডোর এলাকার শতাধীক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এছাড়া খঞ্জনপুর গবাদিপশুর বিট-করিডোর এলাকা দিয়ে বৈধ পথে ভারত থেকে গবাদীপশু আমদানী করায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)র জোরালো নজরদারী ও কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

নওগাঁ কাষ্টম্স এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারি কমিশনার সন্তোষ সরেন গনমাধ্যমকে জানান, করিডোরে রবিবার বিকাল পর্যন্ত রাজস্ব আয় ৪৫ লাখ ৫শ’ টাকাসহ গত ৪ মাসে সরকারের মোট রাজস্ব আয় ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার টাকা হয়েছে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test