E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আবেগ আপ্লুত ২২০ পরিবার

২০২২ এপ্রিল ২৬ ২০:১৭:৪০
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আবেগ আপ্লুত ২২০ পরিবার

দিলীপ চন্দ, ফরিদপুর : মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গায় ২২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ২ লাখ ৫৯ হাজার ৫০০ শত টাকা মূল্যের আধা-পাকা এই ঘর ঈদের উপহার হিসাবে আজ ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন। পবিত্র ঈদুল ফিতরের আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমার নদের তীরে গঙ্গাধরদী আশ্রয়ন প্রকল্পে ২২০ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর আবেগ আপ্লুত হয়ে পরেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর নকশা ও পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ঘরগুলো অধিক টেকসই ও দুর্যোগ সহনীয় হবে মনে করছেন সংশ্লিষ্টরা। এরইমধ্যে ঘর নির্মাণ শেষ হয়েছে। ঈদের আগেই গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করায় এবারের ঈদ তাদের জন্য আনন্দে নতুন মাত্রা যুক্ত হয়েছৈ। রঙিন টিনশেডের প্রতিটি একক ঘরে ইটের দেওয়াল কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শোবার ঘর, একটি রান্নাঘর, টয়লেট এবং সামনে খোলা বারান্দা রয়েছে।

প্রসঙ্গত, গৃহহীন মানুষের জন্য প্রকল্প-২ এর আওতাই তৃতীয় ধাপে নির্মিত ঘরগুলো আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করার উদ্যোগ নিয়েছে সরকার। ইটের ভিত ও কলামের পরিবর্তে এবার ব্যবহার করা হয়েছে আরসিসি ঢালাইয়ের গেট বিম ও কলাম। ঘরের চালা মজবুত করতেও কাঠামো নির্মাণে আনা হয়েছে পরিবর্তন। এতে প্রতিটি ঘর নির্মাণে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০ হাজার।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) এস,এম,মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল)ফাহিমা কাদের চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম,নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আকরামুজ্জান রাজা, সাবেক ডেপুটি কমান্ডার মাহবুব হোসেন মোতালেব,মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,এসএফডি মোঃ শাহ আলম প্রমুখ।

(ডিসি/এএস/এপ্রিল ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test