E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারুয়া বাজারে এক রাতে ৩ দোকানে চুরি

২০২২ এপ্রিল ২৭ ১৪:১৫:০৬
নারুয়া বাজারে এক রাতে ৩ দোকানে চুরি

মিঠুন গোস্বামী, রাজবাড়ী সদর : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে একই রাতে ৩ দোকানে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে রাজবাড়ী পরিচালনার জন্য পাল্টাপাল্টি কমিটির কারণেই এই চুরি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নারুয়া বাজারের সুনামধন্য কাপড় ব্যাবসায়ী মস্তফার কাপড়ের দোকান, মুদি ব্যাবসায়ী জিল্লুর রহমানের মুদি দোকান ও মোতালেবের পার্সের দোকানে চুরি হয়।

ব্যাবসায়ীদের দাবি বাজার পরিচালনার জন্য পাল্টাপাল্টি দুইটি কমিটির কারণে ব্যাবসায়ী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধদের মনোমালিন্যর সৃষ্টি হয়েছে। তার খেসারত সাধারণ ব্যাবসায়ীদের দিতে হচ্ছে। এ সময় তারা আরও বলেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের উপস্থিতিতে যে কমিটি হয় তাতে তারা উপস্থিত থেকে সমর্থন করে। তবে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারের উপস্থিতিতে যে কমিটি গঠন এর উদ্দেশ্যে তাদের ডাকা হয় সেখানে উপস্থিত না হওয়ায় তাদের খেসারত দিতে হচ্ছে এভাবে।

এ সময় তারা আরও বলেন, নবাগত চেয়ারম্যান জহুরুল ইসলাম উপস্তিত থেকে যে কমিটি গঠন করা হয় সেখানে চেয়ারম্যান বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ও পাহাড়ার ব্যবস্থা করবে বলে কথা দেয়। তবে পালটা কমিটি গঠন কালে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার উপস্তিত থেকে বক্তব্যে বলেন, বাজার পাহাড়ার জন্য কেউ কোন টাকা দিবেন না। আপনারা যার যার দোকান নিজেরাই নিরাপত্তায় থাকবে। যেটা কি না রাজবাড়ী কন্ঠের ফেসবুক লাইভ ভিডিওতে আব্দুস সালাম মাস্টারের বক্তব্যে সত্যতা মেলে।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারের সাথে কথা হলে তার দেওয়া বক্তব্যে কথা শিকার করে বলেন, আমি ৫ বছর নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে। আমাকে ওই দিন বাজারের মিটিং চলা কালে বক্তব্যে কিছু কথা বলতে হয় তাই আমি ওই কথা বলেছিলাম। তবে আমি একা না এমন কথা অনেকেই বলেছিলো কিন্তু আমার উপর কেনো এমন অভিযোগ আসবে?

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিদ্দেশে বাজারের নিরাপত্তার জন্য একটি কমিটি গঠন করেছি। কমিটি গঠন কালে সবার সম্মতিতে তাদের ৯ জন বাজারের ব্যাবসায়ীর বোর্ড গঠন করা হয়। তারা নারুয়া বাজারের গুরুত্বপূর্ণ তিন স্থান থেকে ৩ জনকে গুরুত্বপূর্ণ পদে সিলেকশন করে। যে কমিটি বাজারের ৯০% ব্যাবসায়ী উপস্থিত থেকে সমর্থন করে। তবে বাকি ১০% মালিক ও ব্যাবসায়ী বহিরাগতদের নিয়ে বাজারের পরিবেশ নষ্ট করতে একটি কমিটি গঠন করেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন, আলোচনা করে সমাধান করার জন্য বসবো।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান (ভারপ্রাপ্ত) বলেন, নারুয়া বাজারে যে পাল্টাপাল্টি কমিটি হয়েছে সেটা আমি অবগত। তবে রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য দেশে ফিরিলে তার সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমজি/এএস/এপ্রিল ২৭, ২০২২)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test