E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানব সেবায় নিবেদিত প্রাণ শিকদার ওয়াহিদুজ্জামান ইকু

২০২২ এপ্রিল ২৭ ১৮:২৬:৩৯
মানব সেবায় নিবেদিত প্রাণ শিকদার ওয়াহিদুজ্জামান ইকু

শেখ ইমন, শৈলকুপা : মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানূভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ! সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাড়ায়, সাহায্য-সহানুভূতির দিয়ে অসহায় দুস্থ্যদের কষ্ট লাঘব করার চেষ্টা করে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকা কিছু মানবিক মানুষের মধ্যে অন্যতম একজন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা যুবলীগের সহসভাপতি, ও শৈলকুপা পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সমাজসেবক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।

শৈলকুপার বাসিন্দা তরুন এই সমাজ সেবক মানব সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনের সংকট কালীন সময় থেকে শুরু করে অসহায়,দুস্থ্য,কর্মহীন,শিশু,প্রতিবন্ধী এবং ঘরবন্দী মানুষের পাশে দাড়িয়েছেন। স্কুল-কলেজ,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মাদ্রাসা সহ সকল জায়গায় তার সেবা অব্যাহত রয়েছে। সেবামূলক এমন কর্মকান্ডে প্রসংশায় ভাসছেন তিনি। এমন মানবিক কাজে খুশি শৈলকুপার জনসাধারণ।

এ প্রসঙ্গে শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, আমার বাবা বীরমুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা’র দোখানো পথেই হাটছি আমি। ছোটবেলা থেকেই বাবাকে মানুষের কল্যাণে কাজ করতে দেখেছি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে দেখেছি। বাবা মারা যাওয়ার পর থেকে সেই দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছি। প্রতিদান হিসেবে মানুষের দোয়া ও ভালোবাসা চায়।

(এসআই/এসপি/এপ্রিল ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test