E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শৈলকুপা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

২০২২ এপ্রিল ২৭ ১৮:৩২:৩৭
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শৈলকুপা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম

শেখ ইমন, শৈলকুপা : পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে দীর্ঘদিন ধরে চলছে ভূমি রেজিস্ট্রেশনের কাজ। ভবনের পলেস্তারা খসে পড়ে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ওই ভবনে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এমন করুণ দশা ঝিনাইদহের শৈলকুপা সাবরেজিস্ট্রি অফিসের।

সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরের দক্ষিণপাশে নির্বাচন অফিস সংলগ্ন জরাজীর্ণ একতলা ভবনের দুটি কক্ষ নিয়ে উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়। কক্ষ দুটির মধ্যে ছাদের একাধিক স্থানের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। ওই রডগুলোতেও মরিচা ধরেছে। এ ছাড়া দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই ফাটল ধরা জায়গা দিয়ে পানি পড়ছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস সংলগ্ন শৌচাগার থাকলেও এখানে জনসাধারণের জন্য নেই কোনো শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা। অথচ জমি রেজিস্ট্রি করতে আসা শত শত লোকের যাতায়াত এ অফিসে।

জানা গেছে, কয়েক বছর আগে সাবরেজিস্ট্রি অফিসটি মেরামতের জন্য তৎকালীন সাবরেজিস্ট্রার স্বাক্ষরিত একটি আবেদন ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো হয়। এরপর ঝিনাইদহ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপজেলা সাবরেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। তাঁরা মেরামতের অযোগ্য বলে জেলা রেজিস্ট্রার বরাবর পাঠানো পত্রে ভবনটি পরিত্যক্ত ঘোষণার সুপারিশ করেন। এরপর কেটে গেছে কয়েক বছর। তবে জমি অধিগ্রহণ করা হলেও দরপত্রসহ ভবন নির্মাণের কোনো কার্যক্রম শুরু হয়নি।

জমি রেজিস্ট্রি করতে আসা উপজেলার ধাওড়া গ্রামের মফিজুল ইসলাম বলেন, সাবরেজিস্ট্রি অফিসটি একেবারেই জরাজীর্ণ। অনেকটা ঝুঁকি নিয়ে জমি রেজিস্ট্রি করতে এসেছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান মনীর বলেন, ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই জমি রেজিস্ট্রি কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া এখানে অনেক মূল্যবান কাগজপত্র সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। আশা করি স্বল্প সময়েই ভবন নির্মাণের কাজ শুরু হবে।’

এ বিষয়ে উপজেলা সাবরেজিস্ট্রার ইয়াসমিন শিকদার বলেন, বেশ ঝুঁকির মধ্যে অফিস করছি। রুমে বাঁশের সঙ্গে ফ্যান ঝোলানো রয়েছে। রুমের পরিবেশ স্যাঁতসেঁতে। পলেস্তারা খসে পড়ছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে অতিদ্রুতই নতুন ভবনের দরপত্র হতে পারে বলে জানান ইয়াসমিন শিকদার।

(এসআই/এসপি/এপ্রিল ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test