E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ঈদের আগ মূহুর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহাস-দরিদ্র মানুষ

২০২২ এপ্রিল ২৯ ১৫:৪৯:২৬
দিনাজপুরে ঈদের আগ মূহুর্তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহাস-দরিদ্র মানুষ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ঈদের আগ মূহুর্তে অসহায় দরিদ্র-দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঈদের আগ মূহুর্তে ত্রান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্র এসব মানুষ। প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণের পাশাপাশি অসহায় দরিদ্র-দুঃস্থদের পাশে এসে মানবিক সাহায্যে করার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভূয়সী প্রশংসা করেছেন, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

আমার চ্যানেল আই দর্শক ফোরাম,দিনাজপুরের উদ্যোগে শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনঘাট এলাকায় এ ত্রান বিতরণ অনুষ্ঠানে বিরল উপজেলা চেয়ারম্যান এ.কে.এম.মোস্তাফিজুর রহমান বাবু, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিল্পপতি আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মামুনুর রশীদ বকুল, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের উপদেষ্টা হাসান চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশ ক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী’র সভাপতিত্বে অনুষ্ঠানে ডা.ফারুক হোসেন, সমাজ সেবক আলহাজ্ব আতাউর রহমান,যুব নেতা আব্দুল হালিম, জুয়েল রানা,জুয়েল আলী, রানা, নারী নেত্রী রুমা বেগম, আব্দুল খালেক, উদীয়মান শিল্পী সাদেকুল ইসলাম স্বাধীন, আমীর হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র অসহায় দরিদ্র-দুঃস্থদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

জীববৈচিত্র ও পরিবেশ সংরক্ষণে করা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র বছর জুড়েই দেশব্যাপী অসহায়-দরিদ্র-দুঃস্থদের মাঝে খাদ্য, শীতবস্ত্র বিতরণ,চিকিৎসা প্রদানের পাশাপাশি নানা কর্মসুচি গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ঈদের আগ মূহুর্তে দিনাজপুরে অসহায় দরিদ্র-দুঃস্থ ও নিন্ম আয়ের মানুষের মাঝে আবারো এ ত্রান বিতরণ কার্যক্রম।

দুই শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, সেমাই, চিনি ও গুড়ো দুধ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগ মুহুর্তে এধরনের খাদ্য সামগ্রী পেয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সফলতা কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষেরা।

অনুষ্ঠানের শুরুতে দেশের বিশিষ্টজন,আয়োজকদের আত্মীয়-স্বজনের মৃত্যুতে মরহুমদের রূহের মাগফেরাত কামনা ছাড়াও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে দো’আ ও মোনাজাত করা হয়। দো’আ ও মোনাজাতের নেতৃত্ব দেন,মাওলানা লুৎফর রহমান।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় অসহায়-দরিদ্র-দুঃস্থদের মাঝে এই খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

(এস/এসপি/এপ্রিল ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test