E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিনামুগ-৮ এর মাঠ দিবস 

২০২২ এপ্রিল ২৯ ১৬:৩৮:৫২
গোপালগঞ্জে বিনামুগ-৮ এর মাঠ দিবস 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বিনামুগ- চাষাবাদের আধুনিক কলাকৌশল ও সম্প্রসারণের মাঠ দিবস হয়েছে গোপালগঞ্জে।

আজ শুক্রবার দুপুরে কাশিয়ানী উপজেলার সড়ইকান্দি গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনামুগ-৮ এর উদ্ভাবক ড. শামছুন্নাহার বেগম।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক সাধন ভৌমিক, আনিচুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ দিন সড়ইকান্দি গ্রামের কৃষক সাধন ভৌমিকের ক্ষেতে উৎপাদিত বিনামুগ-৮ ক্ষেত থেকে তুলে মাড়াই করা হয়। ওই মাঠ দিবস থেকে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম আকন্দের জানান, প্রতি হেক্টরে বিনামুগ-৮ গড়ে ৪৫ মন ফলন দিয়েছে।

(টিকেবি/এসপি/এপ্রিল ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test