E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙামাটিতে আসবেন রাষ্ট্রপতি, বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

২০২২ এপ্রিল ৩০ ১৬:৩৪:১১
রাঙামাটিতে আসবেন রাষ্ট্রপতি, বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের অবকাশ যাপনে আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত  ভ্যালি আসছেন। তার নিরাপত্তাজনিত কারণে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব রিসোর্ট পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি

বিষয়টি নিশ্চিত করে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা তিনি বলেন, 'রাষ্ট্রপতির সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না দেয় সেজন্য প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব কটেজ পর্যটকদের জন্য বন্ধ রাখছি।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যম'কে বলেন, 'মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৪ মে' পর যথারীতি আবারও পর্যটকরা বেড়াতে আসতে পারবেন।

(আরএম/এসপি/এপ্রিল ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test