E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন

২০১৪ সেপ্টেম্বর ২৮ ২২:১৫:৫৭
বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সমাজের আর ১০ জন সাধারণ মানুষের মত করে বেঁচে থাকতে দলিত জনগোষ্ঠির মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় দ্রুত “বৈষম্য বিলোপ আইন-২০১৪” প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিত পরিষদ(বিডিপি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। রোরবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জাননো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক গৌর পদ দাস। তিনি বলেন, দলিত কমিউনিটির নামানুসারে বংশপরষ্পরায় কর্মের ভিত্তিতে ও পেশাগত পরিচয়ে সমাজে আমাদের মর্যাদাহীন করে রেখেছে। এই দলিত সমাজ মর্যাদাহীনতার মধ্য দিয়ে সমাজে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। হোটেলে ও সেলুনে আমাদের ঢুকতে দেয়া হয় না। মুচিপাড়া, রিষিপাড়া, মেথরপট্রি, সুইপার কলোনী, হরিজন কলোনী, কলুপাড়া এসব নামকরণ এ কারণেই হয়ে থাকে। আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে আছে এই জাতিবর্ণ প্রথা। অথচ আমাদের পেশা দেশের জাতীয় আয়ের প্রধান উৎস্য হিসাবে পরিগণিত হয়।
তিনি আরও বলেন, শতবছর ধরে দলিত সম্প্রদায়ভুক্ত জনগণ বৈষম্যের শিকার ও অত্যাচারিত হয়ে আসছে। জাতিসংঘের জাতিগত বৈষম্য হ্রাসকরণ দলিলে স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশে দলিত সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে দলিতদের ১০ দফা দাবির প্রেক্ষিতে আইন কমিশন এবং মানবাধিকার কমিশনের উদ্যোগে দলিত জনগোষ্টির আত্ম-মর্যাদার উন্নয়নে বৈষম্য বিলোপ আইন-২০১৪ নীতিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। দলিত মানুষদের বৈষম্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে আগামী জাতীয় সংসদ অধিবেশেনে যাতে খসড়া আইনটি পাশ করে দ্রুত সেটি আইনে রূপান্তরিত করা হয় সে জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে দলিত জনগোষ্ঠির প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধনে বৈষম্য বিলোপ আইন-২০১৪ বাস্তবায়ন করে বাংলাদেশে বসবাসরত প্রায় এক কোটি ভাগ্যহত দলিত মানুষের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য প্রধান মন্ত্রী ও আইন মন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে আইনটি পাশ ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি সমাজের স্বহৃদয়বান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার মানুষদের দলিত পরিষদের সকল ইতিবাচক আন্দোলনে পাশে থাকার আহবান জানান। দলিত পরিষদের দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সাতক্ষীরা-১ আসনের সাংসদ অ্যাড, মুস্তফা লুৎফুল্লাহ’র মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিডিপি’র সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত




(আরকে /এসসি /সেপ্টেম্বর২৮,২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test