E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধের সংগঠক এম জুবেদ আলী এডভোকেট আর নেই 

২০২২ মে ০১ ০০:০৯:৩৫
মুক্তিযুদ্ধের সংগঠক এম জুবেদ আলী এডভোকেট আর নেই 

কেন্দুয়া প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিশিষ্ট আইনজীবী এম জুবেদ আলী এডভোকেট আর নেই। ৯২ বছর বয়সে শনিবার ৩০ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। 

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় জন্মস্থান কাউরাট গ্রামে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অপরদিকে রাত সাড়ে ৯টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দ্বিতীয় এবং রাত ১১টায় আটপাড়া উপজেলা সদরে তৃতীয় জানাজা শেষে মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ আইনজীবী সমিতি প্রাঙ্গণে চতুর্থ এবং সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে ময়মনসিংহ ঈদগা মাঠে পঞ্চম জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রবীণ আওয়ামী লীগ নেতা এম জুবেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৩ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

(এসবি/এসপি/মে ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test