E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে মহান মে দিবস পালিত

২০২২ মে ০১ ১৩:০৪:৩৩
দিনাজপুরে মহান মে দিবস পালিত

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বে যথাযথভাবে পালিত হয়েছে মহান মে দিবস’২০২২।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়। পরে ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিবাদ্য নিয়ে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন,জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার)।

অনুষ্ঠানে, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.খালেকুজ্জামান রাজু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন, অটো-বাইক শ্রমিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ সহ অন্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ১৯৭২ সালে শ্রমনীতি প্রণয়ন করেন। তিনি পরিত্যক্ত কল-কারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন।তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

(এস/এসপি/মে ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test