E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলার তজুমদ্দিনে গবাদিপশুর জন্য টিউবওয়েল স্থাপনে দুর্নীতি 

২০২২ মে ০১ ১৬:৪৭:৫৩
ভোলার তজুমদ্দিনে গবাদিপশুর জন্য টিউবওয়েল স্থাপনে দুর্নীতি 

চপল রায়, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে উপকূলীয় এলাকায় গবাদিপশুর জন্য নলকূপ স্থাপনে দূর্নীতির অভিযোগ উঠেছে। প্রানীসম্পদ অধিদপ্তরের এলডিপিপি প্রকল্পে জে এল নং ৪৯ আড়ালিয়া মৌজাকে ৪৫ নং দেখিয়ে ও এক খামারির বাড়ির দূরত্ব ৪ কিলোমিটার এর বদলে ৪৫ কিলোমিটার দেখিয়ে নলকূপ বরাদ্দ ও বাস্তবায়নের চিঠি দেওয়া হয়েছে। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার জানান, উপজেলা প্রানীসম্পদ কার্যালয়কে অবহিত না করে জেলা প্রাণীসম্পদ কার্যালয় থেকে টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে, উর্ধতন কতৃপক্ষের নিকট সঠিক দাগ ও খতিয়ান নম্বরের জমিতে নলকূপ স্থাপনের সুপারিশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম জানান, তিনি এ বিষয়ে অবগত নন। এ বিষয়ে জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিৎ মণ্ডল জানান তিনি প্রকল্প অফিসকে এ সম্পর্কে জানিয়েছেন তারা সিদ্ধান্ত নিবেন। তবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তজুমদ্দিনের খামারিরা। তারা অবিলম্বে ভূয়া ঠিকানায় নলকূপ স্থাপন বাতিল করে খাস জমিতে নলকূপ স্থাপনের দাবি জানান।

(সিআর/এসপি/মে ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test