E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

মোংলার কয়েটি গ্রামে ঈদ উদযাপন 

২০২২ মে ০২ ১৭:১৮:৫৮
মোংলার কয়েটি গ্রামে ঈদ উদযাপন 

বাগেরহাট প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে আজ বাগেরহাটের মোংলায়ও ঈদ উদযাপন হয়েছে। মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাটসহ কয়েকটি গ্রামের মানুষ সোমবার (২ মে) সকাল ৮ টায় চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের জামাত অংশ নেন। 

মসজিদে ঈদ জামাতের আগেই একে অপরের সাথে কোলাকুলি ও শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ জামাত শেষে গিয়েছেন একে অন্যের বাড়ীতে দাওয়াতেও। তাই চটেরহাটসহ আশপাশের কয়েকটি গ্রামে চলছে ঈদ উৎসব।

চটেরহাট বাজারবজামে মসজিদের ইমাম মাওলানা আ. রহমান বলেন, সৌদি আরবের সাথে মিল রেখেই আমরা দীর্ঘ ১০ বছর ধরে চটেরহাটে ঈদ উদযাপন করে আসছি। তিনি বলেন, ইসলামের ইমাম আবু হানিফার মতাদশ্যে বিশ্বের যে কোন দেশের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। ১২শ/১৩শ বছর আগে চাঁদ দেখার খবর পেতে দেরি হওয়াতে একদিন পরে ঈদ হতো।

এখন তথ্য প্রযুক্তির যুগে চাঁদ উঠার খবর মুহুর্তে জানা যাচ্ছে। তাই যে কোন জায়গায় চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা হবে, যেটি আমরা করে আসছি।

(এসএকে/এসপি/মে ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test