E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বেয়াইয়ের 

২০২২ মে ০৮ ১৫:৫৫:০২
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বেয়াইয়ের 

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায়  মোটর সাইকেল আরোহী দুই বিয়াই নিহত হয়েছেন। গতকাল শনিবার (০৭ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের  কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দূর্ঘটনায় দু’ তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বদির শিকদারের ছেলে রুমন শিকদার (১৬) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের তৌফিকুর রহমান মোল্লার ছেলে আতিক মোল্লা (১৫)।

ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, দুই বন্ধু (বেয়াই) রুমন ও আতিক একটি মোটর সাইকেলে করে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে পোনা গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের কাছে পৌঁছালে খুলনাগামী গ্রীণলাইন ভলবো পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে আতিক মারা যান। পরে স্থানীয়রা আহত রুমনকে উদ্ধার করে কাশিয়ানী ১ শ’ বেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার পালিয়ে গেছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ওই দু’ তরুনের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোষ্টমর্টেম ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের দু’ জনের দাফন সম্পন্ন হয়েছে বলে আমরা খবর পেয়েছি।

(টিকেবি/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test