E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়নপত্র নিলেন সোহাগ রনি

২০২২ মে ০৮ ১৯:০১:৪১
মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে দলীয় মনোনয়নপত্র নিলেন সোহাগ রনি

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শাহ্ মোহাম্মদ সোহাগ রনি।

গতকাল দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এর আগে দুপুরে মোগরাপাড়া কালা দরগাহ মাজার শরীফ জামে মসজিদে জোহর নামাজ আদায় করে বারো আওলিয়াগনের মাজার যিয়ারতের শেষে তিনি ফরম কেনার উদ্দেশ্য রওনা দেন।

সোহাগ রনির সাথে তার বাবা সোনারগাঁ থানা কৃষকলীগের সাবেক সভাপতি শাহ কামাল তোতা মেম্বার, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী ছগির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও ধানমন্ডির মহিলা কাউন্সিলর শিরিন শারমিন, সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সোহাগ রনি বলেন , বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের প্রতিক নৌকা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে আমি নৌকার মনোনয়ন পেলে অবশ্যই একটি আধুনিক ইউনিয়নে রুপান্তরে আপ্রাণ চেষ্টা করব।

উল্লেখ্য, ৮ ম ধাপে আগামী ১৫ জুন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইবিএমের মাধ্যমে ভোট হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।

(এমও/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test