E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়িতে তিন দিনব্যাপি জন্মবার্ষিকী উৎসব শুরু

২০২২ মে ০৮ ১৯:২৮:২০
শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়িতে তিন দিনব্যাপি জন্মবার্ষিকী উৎসব শুরু

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে তিন দিনব্যাপি জন্মবার্ষিকী উৎসব শুরু হয়েছে। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কবীর স্মৃতিবিজরিত কাচারিবাড়ি অঙ্গন। করোনায় দু বছর বন্ধ থাকার পর এ বছর তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্ম বার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী। 

আজ রবিবার বেলা বারটায় জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি এমপি।

রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর শাহ আলম শান্তনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ চয়ন ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদি প্রমূখ।

আজ ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুরু হওয়া অনুষ্টানমালার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রবীন্দ্র মেলা। তিনদিনব্যাপি জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে শাহজাদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িক ভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, রাম কানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, তারা প্রসন্নের কীর্তি, ছুটি, সমাপ্তি, ক্ষুধিত পাষান, অতিথি, ৩৮ টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্য কর্ম।

(আই/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test