E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ তাজউদ্দীন মেডিকেলে আনসার বাহিনীর হাতে রোগী ও তার স্বজনরা লাঞ্ছিত

২০২২ মে ০৮ ২৩:২৪:০৮
শহীদ তাজউদ্দীন মেডিকেলে আনসার বাহিনীর হাতে রোগী ও তার স্বজনরা লাঞ্ছিত

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডের ভেতর রোগীসহ তিন স্বজনদের লাঠিসোঠা ও প্যান্টের বেল্ট দিয়ে বেধড়ক পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে কর্তব্যরত আনসার সদস্যের বিরুদ্ধে।

রবিবার (৮ এপ্রিল) রাতে সরজমিনে গিয়ে জানাযায়, ওষুধ দিতে ওয়ার্ডে প্রবেশ করা নিয়ে তর্কবিতকের জেরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ৮ম তলার ৮১০ নং পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ওয়ার্ডের পাশে পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য ভর্তি এক রোগী (জাকির হোসেন) জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শহরের সামন্তপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াস (২৮) ওই ওয়ার্ডে ৮১০ নম্বর পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন। রাত সাড়ে ৮টার দিকে তার বড় ভাই মো. এমদাদ ওষুধ দিতে ওয়ার্ডে প্রবেশ করতে গেলে বাধা দেন আনসার সদস্য মো. শাহ্জামাল মিয়া। এক পর্যায়ে জোর করে ভিতরে ঢুকতে গেলে আনসার সদস্য এমদাদের শার্টের কলার ধরে টেনে এনে চড়-ধাপ্পড় মারেন। এমাদাদও পাল্টা ঘুষি দেন ওই আনসারকে। ক্ষুব্ধ হয়ে আনসার সদস্য ফোনে অন্য আনসারদের ডেকে আনে এবং লাঠিসোটা দিয়ে এমদাদকে বেদম পিটুনি দেয়। তাকে রক্ষা করতে গেলে ভাতিজা হাসিব ও মামা হাবিবকেও বেল্ট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে আনসাররা। এমকি আশেপাশে থাকা রোগীদের বিভিন্ন ভাবে আঘাত দেয় এবং পরে তারা আহতদের ধরে নিচে নিয়ে যায়। খবর পেয়ে এমদাদের বাবা হাসপাতালে যান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আনসার কমান্ডার মোঃ মঞ্জুর রহমান জানান, ওয়ার্ডে চিকিৎসকরা ডিউটিকালে গেট বন্ধ ছিল। এসময় এমদাদ ওই ওয়ার্ডে ঢুকতে চাইলে আনসার শাহজামাল তাকে বাধা দেন। এসময় এমদাদ ওয়ার্ডের দরজায় লাথি মারেন। এনিয়ে আনসার ও এমদাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এমদাদ ও রোগীর স্বজনরা আনসার শাহ জামালকে মারধর করে। বিষয়টি সেদিন রাতেই মীমাংসা হয়ে গেছে। রোগীর স্বজনরা ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ তপন কান্তি সরকার জানান, আনসার ও রোগীর স্বজনদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে ঝামেলার তৈরী হয়েছিল। বিষয়টি উভয়পক্ষ মীমাংসা করে ফেলেছেন বিধায় আর কোন পদক্ষেপ নেয়া হয়নি।

(এস/এসপি/মে ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test