E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাই সুতিপাড়া ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিন ১৭ মে 

২০২২ মে ০৯ ১৭:২৮:১৪
ধামরাই সুতিপাড়া ইউনিয়নের নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিন ১৭ মে 

দীপক চন্দ্র পাল, ধামরাই : মামলা জটিলতার কারনে বন্ধ থাকা ঢাতার ধামরাই সুতিপাড়া ইউনিয়নের নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হয়নি। আগামী ১৭ মে ২০২২ ইং তারিখে এই ইউপির নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিন ঘোষিত হয়েছে নির্বাচন কমিশন থেকে।

নৌকার প্রার্থী রেজাউল করিম রাজা বর্তমান নৌকার প্রতিকে চেয়ারম্যান রয়েছেন। এলাকা বাসি জন্যে ভালো কাজ করায় এবারো প্রার্থী হবেন তিনি। এই নির্বাচনে আওয়ামীলীগ থেকে আরো চার জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করতে দাবী করছেন। এ কারনে দলীয় প্রার্থী কে হবেন সমজোতা আসতে দলীয় কোন্দল ভুলে ধামরাইয়ের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মালেক গ্রুপ ও বর্তমান এমপি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সমজোতায় আসার পর উভয়ে মিলে প্রার্থী নির্বাচনে এক মত পোষন করেন।

কেন্দ্রীয় এই নির্দেশ পালনে চরম দলীয় কোন্দলকে পিছে ফেলে দীর্ঘ ৩ বছর পরে একত্রে উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগ মিলে ধামরাই উপজেলা আওয়ামীলীগের কাযর্ নির্বাহী কমিটির এক জরুরি সভা রবিবার সকালে নবীনগর স্মৃতি সৌধের পাশে পর্যটন কেন্দ্র ও জয় রেস্তোরা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ধামরাইয়ের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বর্তমান এমপি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। আরো উপস্থিত ছিলেন ধামরাইয়ের মেয়র গোলাম বকবীর মোল্লা.মুক্তিযোদ্ধা আহমদ আল জামান, শফিক আনোয়ার গুলশান সহ অনেকে।

এ সবায় নৌকার প্রার্থী একাধিক থাকায় প্রত্যাশিত প্রাথী ৫ জনের নাম কেন্দ্রে প্রেরন করেছেন। কেন্দ্রীয় নের্তৃবৃন্দ যে সিদান্ত ও যাকে মনোনয়ন দেবেন তার জন্যে সকলে মিলিত ভাবে নির্বাচনে জয়ী করতে এক মত পোষন করেছেন।

নৌকার প্রার্থীকে জয় করতে উভয় নেতা দলীয় সকল নেতা কর্মীদের একত্রে নির্বাচনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান।

(ডিসিপি/এসপি/মে ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test