E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন দৌড়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিতরা!

২০২২ মে ১১ ১৫:৪০:৫৫
বরগুনায় ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন দৌড়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিতরা!

বিশেষ প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলার ৩নং কড়াই বাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন উক্ত ইউনিয়ন যুবদল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করা মোঃ জসিম উদ্দিন মোল্লা। জসিম উদ্দিন মোল্লাকে বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করানো, অতঃপর তাকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে সার্বিক সহযোগিতা করার অভিযোগের তীর উপজেলা আওয়ামী লীগনেতা ও তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জমাদ্দারের উপর। তালতলী উপজেলার চেয়ারম্যান রেজবিউল জমাদ্দার ও বিতর্কিত জসিম উদ্দিন মোল্লার মধ্যে রয়েছে আত্নীয়তার সম্পর্ক। তারা সম্পর্কে আপন শালা-দুলাভাই।

সম্প্রতি জসিম উদ্দিন মোল্লার নারী কেলেংকারীর তথ্য ফাঁস হয়ে তা পৌছে গেছে স্থানীয় জনগণ স্থানীয় আওয়ামী লীগনেতাদের কাছে। নারী নিয়ে মোঃ জসিম উদ্দিন মোল্লার একাদিক আপত্তিকর অবস্থার ছবি স্থায়ীয় লোকজনের মুঠোফোন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ও ফেসবুকে ঘুরাফেরা করছে। 'জসিম মোল্লা ও তার পরিবারের সবাই বিএনপির রাজনীতি করে। আওয়ামী লীগ অনেকদিন ক্ষমতায় তাই জসিম মোল্লা যুবদল থেকে সরকার দলে, তিনি আমাদের দলে ভিড়িছেন মুলতঃ আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগকে কোনঠাসা করে রাখতে এবং আওয়ামী লীগ থেকে ফায়দা লুটতে', জসিম উদ্দিন মোল্লা সম্পর্কে এমন মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আরেক আওয়ামী লীগ কর্মী একই শর্তে এই প্রতিবেদকের কাছে তার মনের ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমাদের তালতলী উপজেলা আওয়ামী লীগকে হাতে ধরে নষ্ট করতেছেন উপজেলার চেয়ারম্যান রেজবিউল কবীর জমাদ্দার, তিনি আওয়ামী লীগ নেতাকর্মী বাদ দিয়ে আত্নীয় ও বিএনপি খুঁজেন!'

এই বিষয়ে কথা বলার জন্য বিতর্কিত জসিম উদ্দিন মোল্লা ও তালতলী উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগনেতা রেজবিউল কবির জমাদ্দারদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও শালা-দুলাভাই কেউ ফোন ধরেননি।

(আর/এসপি/মে ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test