E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় বাঁশ কাটতে বাধা দেওয়ায় নারীকে মারধর

২০২২ মে ১২ ১৭:৫৭:২২
মান্দায় বাঁশ কাটতে বাধা দেওয়ায় নারীকে মারধর

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভোগদখলীয় জমিতে বাঁশ কাটতে বাধা দেয়ায় এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভোলাম মধ্যপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম ফিরোজা বিবি (৫৫)। তিনি ভোলাম গ্রামের আনিছুর রহমানের স্ত্রী। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই নারীর স্বজনরা।

চিকিৎসাধীন ফিরোজা বিবি বলেন, ‘আমার স্বামী আনিছুর রহমান একজন ভ্যানচালক। ভাড়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সুযোগে ভাসুর মহসীন আলীর ছেলে হাসান ও তাঁর জামাই মন্টু ম-ল লোকজন নিয়ে আমাদের ভোগদখলীয় জমিতে থাকা বাঁশ কাটতে থাকে। বাধা দেয়ায় আমাকে বেদম মারধর করেছে প্রতিপক্ষরা।’

ভুক্তভোগীর স্বামী আনিছুর রহমান বলেন, এর আগেও আমার স্ত্রী ফিরোজাকে দু’দফা মারধর করেছে প্রতিপক্ষরা। ওইসব ঘটনায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও মাতবররা সালিস ডেকে মিমাংসা করে দেন। এরপরও দফায় দফায় বাঁশ কেটে তাঁরা বিবাদ সৃষ্টি করছে।’

এ প্রসঙ্গে অভিযুক্ত মন্টু ম-ল বলেন, ‘আমার জমিতে থাকা বাঁশ কাটতে গেলে চাচী শাশুড়ী বাধা দেন ও গালিগালাজ করেন। এনিয়ে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়ার ঘটনা ঘটেছে।’

মান্দা থানার পরির্দশক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

(বিএস/এসপি/মে ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test