E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে সাড়ে ৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, দোকান সিলগালা

২০২২ মে ১২ ১৮:১২:০৪
মৌলভীবাজারে সাড়ে ৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, দোকান সিলগালা



মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রেখে কৃত্রিম সঙ্কট, অতিরিক্ত দামে তেল বিক্রি করাসহ বেশ কিছু অনিয়মের দায়ে সাড়ে ৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দসহ দোকান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশ কয়েকটি দোকানকে অনিয়মের অভিযোগে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ এর সহায়তায় উপজেলার হাজীগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। এসময় হাজীগঞ্জ বাজার, পৌর মার্কেট, সুনামুদ্দিন ম্যানশনসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোজ্য তেলের ডিলার, পাইকারী ব্যবসায়ী ও খুচরা দোকানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

অভিযানে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, ডিলার কর্তৃক খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সুনামুদ্দিন ম্যানশনে অবস্থিত মা ট্রেডার্সকে ২ হাজার টাকা, পৌর মার্কেটে অবস্থিত শাহেদ ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, এমরান ষ্টোরকে ২ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রয় করা ও তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার কারণে হাজীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সামছু ভেরাইটিজ ষ্টোরকে সাময়িকভাবে বন্ধ ও সিলগালা করা হয়। ওই প্রতিষ্ঠানে মজুদকৃত সাড়ে ৩হাজার লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম উপস্থিত থেকে খুচরা দোকানদারদের নিকট আগের দামে বিক্রয় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন, ভোজ্য তেলের সঙ্কট মোকাবেলায় ও সকল অনিয়ম রোধ করতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, অভিযানে সকল ব্যবসায়ীকে পূর্বের তেল পূর্বের দামে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

(একে/এএস/মে ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test