E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত তরিকুল মারা গেছেন

২০২২ মে ১৩ ১৫:৪২:২২
ধামইরহাটে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত তরিকুল মারা গেছেন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মারাত্মক আহত তরিকুল ইসলাম (৩৮) মারা গেছে। নিহত তরিকুল ইসলাম উপজেলার আড়ানগর ইউনিয়নের আড়ানগর বাসিন্দাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। ঘটনার পর থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুইট বাবু নামে এক যুবককে আটক করেছে। এব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে,উপজেলার আড়ানগর গ্রামের বর্গাচাষী নিহত তরিকুল ইসলামসহ ওই গ্রামের বেশ কয়েক জন অন্যের জমিতে চাষাবাদ করতো। গত বুধবার দুপুরে আড়ানগর তিন রাস্তার মোড়ে মোটর সাইকেল নিয়ে তরিকুল ইসলাম আসামাত্র জমিজমা বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রসিদুল ইসলাম ,দানেশ ও আবুল হোসেনের সঙ্গে কথাকাটি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তরিকুল ইসলামকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এসময় তরিকুল ইসলামের ভাই মো.হাশেম (৩৫) তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ীভাবে কোপায়। পরবর্তীতে এলাকাবাসী দুই ভাইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তরিকুল ইসলাম মারা যায়। অপর ভাই হাশেম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, নিহতের ভাই আব্দুল মান্নান বাবুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আড়ানগর গ্রামের নজিমুদ্দীনের ছেলে মো.সুইট বাবু (৩০) কে থানায় নেয় পুলিশ।

(বিএস/এসপি/মে ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test