E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে শিয়ালের কামড়ে আহত ৯, আতঙ্কে এলাকাবাসী

২০২২ মে ১৩ ১৭:২৫:৫৬
ধামরাইয়ে শিয়ালের কামড়ে আহত ৯, আতঙ্কে এলাকাবাসী

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে পাগলা শিয়ালের কামড়ে এক শিশুসহ নয়জন মারাত্মক আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় শিয়ালের আতঙ্কে কেউ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা স্কুলে যাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। তাদের মাঝে শুধুই শিয়াল আতঙ্ক বিরাজ করছে।বিকেলে দুই শিশু প্রাইভেট পড়ে যাবার সময় শিয়ালের ভয়ে ভোরের কাগজের  সাংবাদিক দীপকের রিক্সায় লাফিয়ে উঠে পড়ে।ওই গ্রামে তাদের বাড়ির কাছে গিয়ে দৌড়ে বাড়ি ঢুকে পড়ে।এমনি অবস্থা বাড়িগাও এলাকায়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাও এলাকায়।জানাগেছে ওই গ্রামের কৃষকরা শিয়ালের তিনটি বচ্চা মেরেছে। এই ঘটনায় মা শিয়াল ক্ষিপ্তÍ হয়ে আক্রমণ চালাচ্ছে বলে এলাকার নিখিল বেরাগী জানিয়েছেন।

আহতরা হলো- উপজেলার বাড়িগাও এলাকার বাহার আলীর স্ত্রী দুলী বেগম(৬০), আব্দুল আওয়ালের স্ত্রী রংমালা(৪২), শাহাজুদ্দিন (৪৫) সুরত আলীর স্ত্রী কাজলী বেগম(৬০), সালাম মোল্লার ছেলে মনির মোল্লা (২৭), দেলোয়ার হোসেনের শিশু ছেলে হৃদয়(৪), সোহেল(২৫), রেদুওয়ান(২২) সুমন হোসেন(২৫)।

শিয়ালের কামড়ে চারজনের অবস্থা আশঙ্কাজনক। রংমালা ও কাজলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি আহত সবাইকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ করে একটি পাগলাটে শিয়াল বের হয়ে চার বছরের শিশু হৃদয়কে কামড়িয়ে চলে যায়। তখন থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরের দিন আজ বৃহস্পতিবার থেকে দিকে বাড়ির পাশে দুলী বেগম হাঁসের খাবার দিতে গেলে তাকে কামড়ায় শিয়াল। একের পর এক করে নয়জনকে কামড়িয়ে আহত করে। ঘর থেকে কেউ বের হতে সাহস পাচ্ছে না। একটি শিয়ালই নয়জনকে কামড়াতে থাকে বলে জানাগেছে।পরে এলাকার লোকজন মিলে ঔই পাগলাটে শিয়ালকে মেড়ে ফেলে। আবারও শিয়াল এলাকাবাসীর উপর আক্রমণ করতে পারে এমন আতঙ্কে এলাকাবাসী।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, গতকাল হৃদয় নামে এক শিশু বাচ্চাকে কামড়ে চলে যায় শিয়াল। কিন্তু সেই শিয়াল আবার আজকে বের হয়ে আরো আটজনকে কামড়েছে। পরে শিয়ালকে মেরে ফেলা হয়েছে। তারপরও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শিয়ালের কামড়ে আহত ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রংমালার স্বামী আব্দুল আওয়াল বলেন, শিয়ালের আক্রমণ একই এলাকার নয়জন আহত হয়েছে। আমার স্ত্রী এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তবে অবস্থা গুরুতর। শিক্ষার্থীরা স্কুলে যায় নি কেউ ভয়ে। শিয়ালটি পাগলাটে ছিল বলে ধারনা করছে। এলাকাবাসী তাকে মেরে ফেলেছে।

শিয়ালের আক্রমণের খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মোতালিব আল মোমিন ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘন্টা অবস্থান করে ওই এলাকায়। আরো কোন শিয়াল আছে কি বা থাকলে আবারো আক্রমন করবে কি না।

এ বিষয়ে তিনি বলেন, একটি শিয়ালই শিশুসহ নয়জনকে কামড়েছে।শিয়ালটি ছিল পাগলাটে।স্থানীয়রা ঔই শিয়ালকে মেরে ফেলেছে। তবে আর কোন শিয়ালের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা নেই। তারপরও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকার এক চিকিৎসক শম্ভু নাথ বৈরাগী বলেন শিয়ালের ঘটনাটি ভীতিকর হঠাৎ করে বের হয়েই কামড়েছে। ছোটো ছোটো শিশুরা ঘর থেকে এখন বের হতে চায় না।

স্থানীয় চেয়ারম্যান হাজী লুৎফর রহমানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি শিয়ালের আক্রমণের বিষয়টি জানার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছি।তবে এখন আর ভয়ের কিছুই নাই।

(ডিসিপি/এসপি/মে ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test