E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুষ্ঠু ও নিরপক্ষ ভোটের পরিবেশ হলে আমি আবারও চেয়ারম্যান’

২০২২ মে ১৫ ১২:৫৮:৪৫
‘সুষ্ঠু ও নিরপক্ষ ভোটের পরিবেশ হলে আমি আবারও চেয়ারম্যান’

চট্টগ্রাম প্রতিনিধি : আমি আজীবন আওয়ামী লীগের সাথে থাকতে চাই। দলের সিদ্ধান্ত ও আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বাইরে আমি কোনো যাইনি। আপনাদের ভালোবাসা আমাকে আজীবন কৃতজ্ঞ করে রাখবে। দলের বাইরে গিয়ে আমার নির্বাচন করার কোন ইচ্ছা ছিল না। সাধারণ মানুষ তথা আপনাদের দাবির মুখে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিলাম। কোন অপশক্তি নয়, জনগণের ভোটে আমি আবারো চেয়ারম্যান হতে চাই। আশা করি রাজনৈতিক প্রতিহিংসা দূরীকরণ ও স্বচ্ছ রাজনীতির বহিঃপ্রকাশ ঘটাবে আমার এলাকার জনগণ।

বিকেলে চরপাথরঘাটা এলাকার নিজ বাসভবনে শত শত মানুষের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দাবি জানিয়ে এমন ঘোষণা দিলেন চরপাথরঘাটা ইউনিয়নের দু’বারের চেয়ারম্যান হাজী ছাবের আহমদ। এ সময় তাঁর কর্মী সমর্থকেরা আনারস মার্কা প্রতীকে জনগণের কাছে ভোট চেয়েছেন।

ছাজী ছাবের আহমদ জানান, তিনি পরপর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সফল ভাবে চরপাথরঘাটা ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন। পাশাপাশি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এজন্য জনগণ আমাকে আবারো চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছে। সুষ্ঠু ও নিরপক্ষ ভোটের পরিবেশ হলে আমি জনগণের বিপুল ভোটে আবারও চেয়ারম্যান নির্বাচিত হবো।

তিনি আরো বলেন, অতি উৎসাহী হওয়া ও কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনো বিজয় অর্জন সম্ভব নয়। জনগনের আস্থাই বড় সম্বল। জনগণ চাইলে অন্তত আগামী আর পাঁচটি বৎসর আমি চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করতে পারব (ইনশাআল্লাহ)।

প্রসঙ্গত, চরপাথরঘাটা ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মনোনয়ন পান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলা উদ্দিন। তার একদিন পর আবারো নৌকা প্রার্থীর মনোনয়ন বদল হয়ে নৌকা পান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক। যা সেলিম হক নিজেই ফেসবুকে পোস্ট করেন। ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৭ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই ১৯ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট হওয়ার কথা রয়েছে।

(জেজে/এএস/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test