E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে অষ্টম ধাপে ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা 

২০২২ মে ১৫ ১৮:৫৫:০০
টাঙ্গাইলে অষ্টম ধাপে ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ৮ উপজেলার ২৩ ইউনিয়নের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

অষ্টম ধাপে ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিয়ে তাদের দলীয় মনোনীত প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন।

শুক্রবার (১৩ মে) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় জেলার ৮ উপজেলায় ২৩ ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

অষ্টম ধাপের এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন-

সখীপুর উপজেলা: ১. গজারিয়া- আনোয়ার হোসেন, ২. দাড়িয়াপুর- মুহাম্মদ আনছার আলী।

মধুপুর উপজেলা: ৩. কুড়ালিয়া- মো. আ. মান্নান, ৪. মহিষমারা- কাজী আব্দুল মোতালেব, ৫. বেরীবাইদ- মো. জুলহাস উদ্দিন, ৬. কুড়াগাছা- মো. ফজলুল হক সরকার, ৭. আউশনারা- মো. গোলাম মোস্তফা, ৮. অরণখোলা- মো. আব্দুল রহিম, ৯. ফুলবাগচালা- মো. রেজাউল করিম, ১০. শোলকুড়ী- মো. ইয়াকুব আলী।

মির্জাপুর উপজেলা: ১১. ভাওড়া- মো. আমজাদ হোসেন, ১২. বহুরিয়া- মো. আবু সাঈদ মিয়া, ১৩. লতিফপুর- মো. জাকির হোসেন, ১৪. ফতেপুর- আ: রউফ মিয়া, ১৫. আজগানা- আব্দুল কাদের, ১৬. তরফপুর- নাজিম মোল্লা।

টাঙ্গাইল সদর উপজেলা: ১৭. ছিলিমপুর- মো. হানিফ মিয়া।

নাগরপুর উপজেলা: ১৮. ভারড়া- মো. রিয়াজ উদ্দিন তালুকদার।

বাসাইল উপজেলা: ১৯. কাশিল- মির্জা রাজিক, ২০. বাসাইল সদর- মো. সোহেল মিয়া।

গোপালপুর উপজেলা: ২১. হেমনগর- মো. আনিছুর রহমান তালুকদার, ২২. ঝাওয়াইল- আয়েশা আক্তার।

দেলদুয়ার উপজেলা: ২৩. আটিয়া- কৃষ্ণ কান্ত দে সরকার।

টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, অষ্টম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের ১৫ জুন।

(এসএম/এসপি/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test