E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ধান মাড়াই ও সড়ক দখলে বেড়েছে দুর্ঘটনা

২০২২ মে ১৬ ১৪:৫৯:১৫
গোপালগঞ্জে ধান মাড়াই ও সড়ক দখলে বেড়েছে দুর্ঘটনা

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গত ৪৫ দিনে ৩১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছের ২৫জন। আহত হয়েছে শতাধিক মানুষ। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হরিয়েছে ১৮ জন। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন । এ ছাড়া কোটালীপাড়া, মুকসুদপুর ও গোপালগঞ্জ সদর উপজেলায় নিহত হযেছে আরো ৭ জন।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলা অংশে রয়েছে প্রায় ৭০ কিলোমিটার সড়ক। এ সড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া, মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ও গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া দুর্ঘটনা প্রবল এলাকা হিসেবে পরিচিত। এখানে সারা বছরই সড়ক দুর্ঘটনায় প্রাণিহানীর ঘটনা বেশি ঘটে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ওইসব স্পটে সড়ক থেকে বিভিন্ন কাজ করা হয়েছে। কিন্তু ওইসব স্পটে সড়ক দুর্ঘটনা কমেনি।

এ মহাসড়ক দিয়ে চলাচলের সময় দেখা যাবে দুই পাশেই পুরো সড়ক জুড়ে বা কোথাও কোথাও খানিকটা অংশ জুড়ে ধানের মৌসুমে ধান মাড়াই, ধানের খড় ও ধান শুকানোর কাজ করে থাকে অসংখ্য মানুষ। এমনি মহাসড়কের দুই পাশ দখল করে গাছের গুড়ি, ইট, বালু রাখা হচ্ছে। গোপালগঞ্জের মহাসড়ক সংলগ্ন অধিবাসীরা মহাসড়ককে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে যেভাবে ইচ্ছা, সেভাবেই ব্যবহার করে থাকেন । প্রশাসন এরআগে একাধিকবার এই সড়কে অবৈধ যানচলাচল বন্ধ, গাছের গুড়ি ফেলে রাস্তা দখলের বিরুদ্ধে অভিযান চালালেও আবার একই অবস্থার সৃষ্টি করে এলাকার লোকজন। মাঝে মাঝে এদেরকে নানাভাবে সরানো চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রশাসন।

ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচলে চালকদের প্রতিযোগিতা, ওভার টেকিং, গাছের গুড়ি ফেলে সড়ক দখল, ধান মাড়াই ধানের খড়কুটো ও ধান শুকানোর কাজ, অবৈধ স্থাপনা, অটোভ্যান, ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচলের কারণে গোপালগঞ্জে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে, গত ১৪ মে সড়ক দূর্ঘটনায় ৯জন নিহত ও আহত হন অন্তত ২৫ জন। এ ঘটনায় এখন পযর্ন্ত কোন মামলা দায়ের হয়নি। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নিহতদের পরিবারকে মামলা করতে বলা হলেও তারা মামলা করতে অনিহা প্রকাশ করেছেন।

কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের রেজা উদ্দিন, একই উপজেলার বিদ্যাধর গ্রামের শ্যামল বিশ্বাস, রাতইল গ্রামের জেবা রহমান বলেন, পরিবহনগুলোর গতি আর প্রতিযোগিতা করে সড়কে চলাচল করছে। অপ্রাপ্ত বয়স্কদের বেপরোয়া মোটর সাইকেল চালানোর কারণে বেশি সড়ক দূর্ঘটনা ঘটছে। এছাড়া মহাসড়কের দুইপাশ দখলও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফেসবুকে দুঃখ প্রকাশ করে লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে, যোগদানের পর গত দেড় মাসে শুধু কাশিয়ানী হাইওয়েতেই ১৮ টি মৃত্যুর ঘটনার খবর আমার কাছে আছে। অনিয়ন্ত্রিত গতি, অপরিপক্ক মোটরসাইকেল ড্রাইভিং, সড়কে গাছ ফেলে রাখা বা ধান শুকানো, সড়ক আইন না মানা ইত্যাদি কারণে এই মর্মান্তিক দূর্ঘটনা গুলো ঘটেছে বলে তিনি ওই পোস্টে লিখেছেন। নিরাপদ সড়ক নিশ্চিতে সড়ক পরিবহনের সকলআইন মেনে নিয়ন্ত্রিত গতিতে চলাচলের জন্য তিনি বিনীত অনুরোধ জানান।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো: মোফাজ্জেল হক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা জনগনকে সচেতন করতে মাইকিং করি। কেই যাতে মহাসড়ক নিজেদের মতো করে ব্যবহার করতে না পারে। অতিরিক্ত স্পিডে চলাচলকরী যানবাহনের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দেই বা জরিমানা আদায় করি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা সড়ক দূর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে বলেছেন, রাস্তায় অবৈধ যানবাহন চলাচল, রাস্তার পাশে গাছের গুড়ি ফেলা রাখা, ধান শুকানো বা ধান মাড়াইয়ের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে অচিরেই আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, শনিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার দক্ষিণ ফুকরা এলাকায় বাস-প্রাইভেটকার ও মোটর সাইকেলের সংঘর্ষে ৩ দম্পত্তি সহ ৯ জন নিহত হন। আহত হন অন্তত, ২৫জন।

(টিকেবি/এএস/মে ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test