E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভূয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

২০২২ মে ১৭ ১৮:০৬:২৮
বাগেরহাটে ভূয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে নিজেকে এমবিবিএস পাশ দাবী করায় এম এম মনির নামের এক ভূয়া চিকিৎসক কচুয়া উপজেলা সদরে চেম্বার খুলে রোগী দেখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। এসময় ওই চিকিৎসকের চেম্বারটি সিলগালা করে দেয়া হয়।

অর্থদন্ডপ্রাপ্ত ভূয়া চিকিৎসক এম এম মনির বাগেরহাট শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।

বাগেরহাট জেলা সহকারী কমিশনার রোহান সরকার জানান, ভূয়া চিকিৎসক এম এম মনির প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই তিনি নিজেকে এমবিবিএস পাশ দাবী করে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখেছেন সেটিও ভূয়া। তার এই অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ও তার চেম্বারটি বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে। এই ভূয়া চিকিৎসক এম এম মনির আর কখনও চিকিৎসা সেবা প্রদান করবেন না বলে মুচলেকা দিয়েছেন।

(এসএকে/এসপি/মে ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test