E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠিকাদারকে দুষলেন বিদ্যালয় কর্তৃপক্ষ

বাকিলা উচ্চ বিদ্যালয়ে ভিম ধ্বসে ৩ ছাত্রী গুরুতর আহত

২০২২ মে ১৭ ১৮:৪৮:৩৭
বাকিলা উচ্চ বিদ্যালয়ে ভিম ধ্বসে ৩ ছাত্রী গুরুতর আহত

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের মরহুম আবু জাফর মঈনুদ্দিন ভবনের ভিম ধ্বসে ৩ ছাত্রী গুরতর আহত হয়েছে। এ ঘটনার পর পর উক্ত ভবন থেকে সকল ক্লাশ সরিয়ে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আহত ছাত্রীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে বিদ্যালয়ের ৭ম শ্রেনীর গনিত ঘন্টা নেয়ার সময় ২য় শিফটের ছাত্রী শাখায় এ ঘটনা ঘটে। আহতরা ছাত্রীরা হলেন সুমাইয়া আক্তার, চৈতি কর্মকার ও নিশি দাস।

৭ম শ্রেনীর ছাত্রীরা ভীত সন্তস্ত্র হয়ে জানান, স্যারে গনিত ক্লাশ নেয়ার সময় বিকট শব্দ করে ভিমের ভারী পলেস্তার খসে আমাদের ক্লাশের ৩ জন মারাত্বক আহত হয়।

শ্রেনি শিক্ষক নুরুল আমিন জানান, ক্লাশ চলাকালীন সময় হঠাৎ করে শ্রেনি কক্ষের মাঝের একটি ভিমের ভারী পলেস্তার খসে পড়ে। এতে করে সুমাইয়া নামের এক ছাত্রী মারাত্বক আহত ও অপর দুই ছাত্রী হালকা আহত হয়েছে। আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। ঘটনার পর পর উক্ত ভবনের সকল ক্লাশ অন্য ভরনে স্থানান্তর করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমর কৃঞ্চ শীল জানান, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ আমাদেরকে আরো দুই বছর আগে বুঝিয়ে দেবার কথা। নতুন ভবনের কাজ ঠিকাদার বুঝিয়ে না দেবার কারনে আমাদেরকে পুরাতন ভবনে ক্লাশ নিতে হয়েছে যার কারনে আজকের এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান বিষয়টি আমি শুনেছি । এ ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

(ইউএইচ/এসপি/মে ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test