E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ছিনিয়ে নেওয়ার অভিযোগ, নির্বাচন স্থগিত

২০২২ মে ১৭ ২০:৩৩:০২
মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ছিনিয়ে নেওয়ার অভিযোগ, নির্বাচন স্থগিত

ওহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকনের ওপর অর্তকিত হামলা চালানো হয়েছে। এ সময় তাঁর মনোনয়নপত্রসহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকন ও তার স্ত্রী পূর্ব এনায়েন নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহানা পারভীনসহ আহত হয়েছে ৪ জন। এছাড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাসকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে কালকিনি উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর পুর্ব এনায়েতনগর ইউপি নির্বাচন স্থাগিত ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী, আহতসহ একাধিক সূত্রে জানা যায়, কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তাবকারী ও সর্মথনকারীসহ কয়েকজনকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের দিকে যান। এ সময় পুলিশের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী নেয়ামুল আকন, তার স্ত্রী রেহেনা পারভীনের ওপর হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে নেয়ামুল আকন, তার স্ত্রীসহ আরও দুই সমর্থক আহত হন। হামলা সময় তারা স্বতন্ত্র প্রার্থী মনোয়নপত্র, ভোটার কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। ঘটনার পরে উপজেলা চত্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুরো বিষয়টি নির্বাচন কমিশনে লিখিত জানান কর্মকর্তা। এই ঘটনার পর পুর্ব এনায়েতনগর ইউপি নির্বাচন স্থাগিত ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে জানি না পুলিশ। সীমানা জটিলতা নিয়ে সমস্যা থাকায় আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবার কথা ছিলো পূর্ব এনায়েতনগর ইউনিয়নের নির্বাচন।

পূর্ব এনায়েতনগর ইউনিয়নের স্বতন্ত্র নেয়ামুল আকন জানান, পূর্ব প্রস্তুতি নিয়ে এই হামলা চালানো হয়েছে। ওসির সামনেই দুই ঘন্টাব্যাপী তান্ডব চালায় সন্ত্রাসীরা। মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। এব পর্যায়ে মনোনয়নপত্রের ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এই ঘটনায় সন্ত্রাসীদের বিচারও দাবি করছি।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা দীপক বিশ্বাস জানান, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে। তাদের ভুমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতায়াক আসফাক মোবাইল ফোন রিভিস করেননি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী দলিলউদ্দিন তালুকদার ঘটনা অস্বীকার করেন।

(ওকে/এএস/মে ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test