E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মায়েদের সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ কর্মশালা 

২০২২ মে ১৮ ১৭:০৬:১৮
বাগেরহাটে মায়েদের সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতে অবহিতকরণ কর্মশালা 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মায়েদের ২৪ ঘন্টা সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় কচুয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো. হাবিবুল হক খান।

বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পরিবার পরিকল্পনা বিভাগের এমসিএইচ সার্ভিস ইউনিটের কর্মকর্তা, ডা. তিপ্তী বালা ডেপুটি সিভিল সার্জন ডা মো. হাবিবুর রহমান, কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশাররফ হোসেন।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যকর্মী, চিকিৎসকসহ কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা অংশ নেন।

(এসএকে/এসপি/মে ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test